শিরোনাম |
❒ যশোরে ১০ দিনের বৈশাখি মেলা শুরু
সংস্কৃতির রাজধানী খ্যাত যশোরে বইছে উৎসবের হাওয়া। সর্বজনীন প্রাণের উৎসব পহেলা বৈশাখকে কেন্দ্র করে চারদিকে সাজ সাজ রব। আর মাত্র কয়েক প্রহর পর বঙ্গাব্দ ১৪৩১ এর নতুন সূর্য উদয় হবে। নতুন বছরকে বরণে রয়েছে নানা প্রস্তুতি। তবে একেবারে নিরবে বিদায় নেয়নি পুরাতন বর্ষ। বঙ্গাব্দ ১৪৩ কে বিদায়েও যশোরে ছিল বর্ণাঢ্য আয়োজন। ত্রিশ বছর পর যশোরে চৈত্র সংক্রান্তিতে উদ্বোধন হয়েছে ১০ দিনের লোকজ সাংস্কৃতিক উৎসব ও বৈশাখী মেলা। বিকেল ৫টায় যশোর ইনস্টিটিউটের রওশন আলী মঞ্চে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
মেলা উদ্বোধন শেষে প্রয়াত সংস্কৃতিজন সুকুমার দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর শুরু হয় পুনশ্চ যশোরের পরিবেশনায় বর্ষ বিদায়ের বর্ণাঢ্য অনুষ্ঠান। টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে ঘন্টা তিনেকের অনুষ্ঠান বেশ উপভোগ্য ছিল দর্শকদের কাছে। এদিকে, জেলা পরিষদ চত্ত্বরে বর্ষ বিদায় অনুষ্ঠানের আয়োজন করে চাঁদের হাট।
বর্ণিল সাজ আর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা বিদায় জানায় বাংলা বর্ষকে। আয়োজন ছিল দেশে মঙ্গল শোভাযাত্রার প্রবর্তক সংগঠন চারুপীঠ যশোরেও। পৌরপার্কে বিকেলে বর্ষ বিদায় অনুষ্ঠানের আয়োজন করে চারুপীঠ যশোর। ব্যতিক্রমী আয়োজনে আলোক প্রজ¦লনের মাধ্যমে শেষ হয় তাদের বর্ষ বিদায় অনুষ্ঠান।