gramerkagoj
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম প্রবল বর্ষণে যশোরে সবজিসহ ৩১৯১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক যশোরে কুমারী সেজে দ্বিতীয় বিয়ে ও মালামাল আত্মসাৎ, স্বামীর আদালতে মামলা পাউবির ত্বরিত পদক্ষেপে বিকল স্লুইস গেট সচল মণিরামপুরে আব্দুল মান্নান হত্যার দায় স্বীকার ভাই ও ভাইপোর অস্ত্রসহ আটক রয়েল দুই দিনের রিমান্ডে শান্তির হ্যাট্রিকে ভুটানকে হারালো বাংলাদেশ চৌগাছায় টানা বৃষ্টিতে একশ হেক্টর আউশ ধান পানির নিচে, দুশ্চিন্তায় কৃষকরা যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না: অমিত একটি মেডিক্যাল ক্যাম্প ও ভ্রমণ কাহিনী যশোরে একদিনের ব্যবধানে ফের আটটি স্বর্ণের বার উদ্ধার,  দুই পাচারকারী আটক

❒ ঈদে ৮ জোড়া বিশেষ ট্রেন চলবে

আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল
প্রকাশ : বুধবার, ৩ এপ্রিল , ২০২৪, ১১:৪৮:০০ এএম , আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই , ২০২৫, ০৫:৩০:৫০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-04-03_660ce7824b3fb.jpg

ঈদযাত্রার সুবিধার্থে ঘরমুখো মানুষকে গন্তব্যে পৌঁছে দিতে আজ থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। এ ছাড়া ঈদ উপলক্ষ্যে ৮ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে।
সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষ্যে নেওয়া কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা যায়।
আরও জানা যায়, আজ বুধবার (৩ এপ্রিল) থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ডে অফ থাকবে না। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক ডে অফ কার্যকর থাকবে। তবে ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।
৮ জোড়া বিশেষ ট্রেন সম্পর্কে জানা যায়, ঈদুল ফিতরে চাঁদপুর ঈদ স্পেশাল (১ ও ৩) চট্টগ্রাম-চাঁদপুর; চাঁদপুর ঈদ স্পেশাল (২ ও ৪) চাঁদপুর-চট্টগ্রাম; ময়মনসিংহ ঈদ স্পেশাল (৫ ও ৬) চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম; দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (৭ ও ৮) ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরে ৫ দিন চালানো হবে।
কক্সবাজার ঈদ স্পেশাল (৯ ও ১০) চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ঈদের আগে (৮ ও ৯) এপ্রিল ও ঈদের পরের দিন থেকে তিন দিন চলাচল করবে।
এ ছাড়া শোলাকিয়া ঈদ স্পেশাল (১১ ও ১২) ভৈরব বাজার-কিশোরগঞ্জ-ভৈরব বাজার; শোলাকিয়া ঈদ স্পেশাল (১৩ ও ১৪) ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শুধু ঈদের দিন চলাচল করবে।
ঈদ স্পেশাল (১৫ ও ১৬) জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে ঈদের আগে ৭-৯ এপ্রিল পর্যন্ত তিন দিন এবং ঈদের পরের দিন থেকে তিন দিন চলাচল করবে।
এক সংবাদ সম্মেলনে রেলওয়ের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সরদার সাহাদাত আলী বলেন, ঈদে অতিরিক্ত যাত্রী চাহিদা মেটানোর জন্য মোট ৮৬টি (পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৫০টি এমজি ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৩৬টি) বিজি যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করা হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ২৪৮টি (পূর্বাঞ্চল ১৩২টি ও পশ্চিমাঞ্চল থেকে ১১৬টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেনে ব্যবহার করা হবে।

আরও খবর

🔝