gramerkagoj
বুধবার ● ১২ মার্চ ২০২৫ ২৮ ফাল্গুন ১৪৩১
gramerkagoj
বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
প্রকাশ : বুধবার, ৩ এপ্রিল , ২০২৪, ১০:২৫:০০ এএম , আপডেট : বুধবার, ১২ মার্চ , ২০২৫, ১০:১২:৪৮ এএম
স্টাফ রিপোর্টার, বেনাপোল:
GK_2024-04-03_660cda4484fb7.jpg

যশোরের বেনাপোল–দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া রাবার বুলেটেবিদ্ধ হয়েছেন বাংলাদেশি দুই যুবক। মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে ডালিম (৩৫) ও দীন ইসলামের ছেলে বাবু (৩৭)। তাদেরকে বিজিবি উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেছে।
২১-বিজিবি ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার বলেন, মঙ্গলবার রাতে কয়েকজন চোরাকারবারি সীমান্ত পথে ভারতে ঢোকার চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে বাবু ও ডালিম নামে দুইজন গুলিবিদ্ধ হন।
‘সীমান্তে টহলরত থাকা বিজিবি সদস্যরা তাদের আহতাবস্থায় উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। বর্তমানে তাদের হেফাজতে রেখে বেনাপোল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।’

আরও খবর

🔝