gramerkagoj
বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম গর‌মে দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত লোড‌শে‌ডিং হ‌তে পা‌রে: জ্বালা‌নি উপ‌দেষ্টা কেশবপুরে আ’লীগের লিফলেট বিতরণকালে আটক ২ নড়াইল থেকে নিখোঁজ বৃষ্টির মরদেহ মিলল বাগেরহাটের পুকুরে ফ্যাসিস্টরা ইতিহাস পড়ে কিন্তু শিক্ষা নেয় না চট্টগ্রামে ২ লাখ ৫৭ হাজার নাগরিকের তথ্য সংগ্রহ দীর্ঘদিনের লড়াইয়ের চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি গণঅভ্যুত্থানে আহত-নিহত পরিবারের সহযোগীতার জন্য আলাদা অধিদপ্তর করা হচ্ছে, উপদেষ্টা ফরিদা আখতার চট্টগ্রাম নগরীতে শ্রমিকদের সড়ক অবরোধ, বন্দরের কার্যক্রম ব্যাহত অনশন থেকে উঠে পুলিশের গাড়ি ভাঙচুর, বহিষ্কৃত প্রভাষককে গ্রেপ্তার সীতাকুণ্ডে ডিসি পার্কে হামলা: ভাঙচুর, আহত ২০
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সাংবাদিক অমারেশকে মারপিট
প্রকাশ : মঙ্গলবার, ২ এপ্রিল , ২০২৪, ১০:১৪:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি , ২০২৫, ০৩:৪৯:২৩ পিএম
এস এম ইসহাক:
GK_2024-04-02_660c3074cf2ef.png

মণিরামপুর উপজেলার হানুয়ার কোমলপুর গ্রামে সাংবাদিক অমারেশ বিশ্বাসের পরিবারের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। অমরেশ বিশ্বাস দৈনিক গ্রামের কাগজের ঝাঁপা প্রতিনিধি।
হানুয়ার কোমলপুর সার্বজনীন দুর্গাপূজা মন্দিরের কমিটি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য সম্প্রতি ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টুর উপস্থিতিতে এলাকাবাসী মিমাংসার জন্য একত্রিত হন। হঠাৎ সেখানে মারপিট শুরু হয়। তাৎক্ষণিক সাংবাদিক অমারেশ তার মুঠোফোনে ভিডিও ধারণ করেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে বাড়িতে এসে একই গ্রামের মনোতোষ রায়, প্রভাস বিশ্বাস, নীল কুমার, সমীর বিশ্বাস, দিপু বৈদ্য, বনমালীসহ বেশ কয়েকজন অমারেশ বিশ্বাসের উপর হামলা চালান। তখন তার বাবা, ছোট ভাই এবং মা ঠেকাতে আসলে তারাও মারপিটের শিকার হন। এতে মঙ্গল রায় নামে আর একজন আহত হন।
অমারেশ বিশ^াসকে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু বলেন, ‘ঘটনাটি আমার সামনে ঘটেছে। আগামী শুক্রবার উভয় পক্ষকে মিমাংসা করার জন্য ডাকা হয়েছে। সাংবাদিকের উপর হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রোকিবুজ্জামান বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝