শিরোনাম |
যশোর শহরের শংকরপুর চোপদার পাড়ার চিহ্নিত সন্ত্রাসী অর্ধ ডজন মামলার আসামি হানিফকে সহযোগীসহ আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন, শংকরপুর চোপদার পাড়ার হানিফ ও জীবন হোসেন রাকিব। সোমবার রাতে শহরের পালবাড়ি মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে এসআই মো. শাহিনুর রহমান ও এসআই বিপ্লব কুমার সরকার পালবাড়ি মোড় এলাকার মোস্তাকের চায়ের দোকানের সামনে অভিযান চালান। এ সময় তারা সেখান থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২টি বার্মিজ চাকুু ও ২টি হাসুয়া উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।