শিরোনাম |
যশোর শহরের রেলস্টেশন প্লাটফর্মে বহুল আলোচিত জুম্মান হত্যা মামলায় র্যাব-৬ এর সদস্যরা চয়ন নামে এক যুবককে আটক করেছে। পরে খুলনা রেলওয়ে থানার ডিবি এসআই মোঃ ফারুক হোসেনের কাছে হস্তান্তর করেন। এসআই ফারুক হোসেন জুম্মান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা।
গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সন্ত্রাসী জুম্মান নৃশংসভাবে খুন হয়।
গত পহেলা এপ্রিল সোমবার রাত ৯টার দিকে শহরের চাঁচড়া রায়পাড়া মাদ্রাসা রোডের রাজ্জাক মাওলানার বাড়ির সামনে থেকে র্যাব সদস্যরা তাকে আটক করেন। আটক চয়ন উঠতি বয়সের সন্ত্রাসী। সে শহরতলীর বিরামপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে খ্যাত পাপ্পুর ছেলে। বর্তমানে সে বসবাস করে চাঁচড়া রায়পাড়ায় মায়ের সাথে। হত্যাকান্ডের শিকার সন্ত্রাসী জুম্মান শহরের শংকরপুর মুরগী ফার্ম গেট এলাকার মৃত মুরাদ পকেটমারের ছেলে।
সন্ত্রাসী জুম্মানও হত্যা, ডাকাতি, মাদকসহ প্রায় দেড়ডজন মামলার আসামি ছিল। পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তার ও টাকা ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষরা তাকে খুন করে। যশোর রেলস্টেশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।