gramerkagoj
শনিবার ● ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
gramerkagoj

❒ যশোর শহরের রেলস্টেশন প্লাটফর্ম ইজিবাইক স্ট্যান্ড

জিআরপি পুলিশ ফাঁড়ির পাশেই চাঁদাবাজী
প্রকাশ : মঙ্গলবার, ২ এপ্রিল , ২০২৪, ১০:০৩:০০ পিএম , আপডেট : শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ০১:৫২:৪২ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-02_660c2d09b0ae2.webp

ঈদকে সামনে রেখে যশোর রেলস্টেশনে ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশা চালকদের কাছ থেকে ব্যাপক হারে চাঁদা আদায় করছে সন্ত্রাসীরা। ইজিবাইক প্রতি ৫০ ও ব্যাটারি চালিত রিকশা থেকে সন্ত্রাসীরা অস্ত্রের ভয় দেখিয়ে আদায় করছে ৩০ টাকা হারে।
অভিযোগ উঠেছে, ঘটনাস্থল থেকে জিআরপি পুলিশ ফাঁড়ি মাত্র কয়েক গজ দূরে। অথচ চাঁদাবাজীর মত ঘটনা ঘটলেও জিআরপি ফাঁড়ির পুলিশ সদস্যরা নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এসব অভিযোগ প্রত্যক্ষদর্শী ও ভূক্তভোগীদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদাবাজ-সন্ত্রাসীরা এক সন্ত্রাসী বাহিনীর সদস্য।
সরেজমিন তদন্তকালে দেখা যায়, রেল বাজার এলাকার নাহিদ ওরফে মুন্না ও রেল বাজার বিসমিল্লাহ সেলুনের পেছনের বাসিন্দা রবি নামে দুই সন্ত্রাসী অসহায় ইজিবাইক ও রিকশা চালকদের কাছ থেকে ৫০ ও ৩০ টাকা হারে চাঁদা আদায় করছে। প্রতিদিন এভাবে সন্ত্রাসীরা দশ থেকে ১৫ হাজার টাকা আদায় করছে। চাঁদা আদায়ের এ দৃশ্য দেখে স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের মাঝে পুলিশের ভূমিকা নিয়েও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
ভূক্তভোগীরা গ্রামের কাগজকে বলেন, চাঁদাবাজ সন্ত্রাসীরা এমন এক সময় চাঁদা আদায় করছে যখন শহরে সাধারণ মানুষের জান মাল রক্ষায় সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করছে। অথচ বীরদর্পে সন্ত্রাসীরা চাঁদা আদায় করছে।
এ ব্যাপারে কথা হয় জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাসের সাথে। তিনি গ্রামের কাগজকে বলেন বিষয়টি তিনি দেখবেন।

আরও খবর

🔝