শিরোনাম |
যশোরে সাড়ে তিন লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্যসহ শাহানারা বেগম নামে এক চোরাচালানীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে কোতোয়ালি থানা পুলিশের এসআই রঞ্জন কুমার বড় বাজারের বরফকল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। শাহানারা বেগম শংকরপুর চোপদার পাড়ার বাসিন্দা।
পরে তার কাছ থেকে প্লাস্টিকের বস্তায় থাকা তিন লাখ ৬০ হাজার টাকার ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।