শিরোনাম |
বাঘারপাড়ায় জমি দখলের অভিযোগ মিথ্যা দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বেতালপাড়া গ্রামের সিরাজুল ইসলাম। মঙ্গলবার দুুপুরে প্রেসক্লাব যশোরে এসে তিনি পাল্টা সংবাদ সম্মেলন করেন। এরআগে গত সোমবার দুপুরে সিরাজুল ইসলামের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আনেন লিটন মহন্ত।
পাল্টা সংবাদ সম্মেলনে সিরাজুল দাবি করেন, তেলীধান্যপুড়া মৌজার যে জমি দখলের অভিযোগ করা হয়েছে সেটা তার ক্রয়কৃত সম্পত্তি। যা বিশ্বনাথ মহন্তের কাছথেকে কেনা হয়েছে। কিন্তু বিশ্বনাথ ও লিটন মহন্ত সে জমিতে কোন স্থাপনা করতে দিচ্ছে না। এমনকি আমার কাছে ১ লাখ ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। বিশ্বনাথের বাড়ির শৌচাগার ও কয়েকটি গাছ আমার ওই জমির মধ্যে পড়ে। যে কারনে সর্বসম্মতিক্রমে তাকে নগদ ৬০ হাজার টাকা ক্ষতিপূরন দিয়ে স্থাপনা নির্মাণ কাজ শুরু করি। এর মধ্যে বিশ্বনাথ তার ভাই লিটনকে দিয়ে আমাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। ২৫ মার্চ বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেন। খারিজের কপি বাঘারপাড়া থানা ও খাজুরা পুলিশ ক্যাম্পে জমা দিয়ে কাজ শুরু করেন। এরমধ্যে পহেলা এপ্রিল লিটন মহন্ত সংবাদ সম্মেলন করে জমি দখলের মিথ্যা অভিযোগ করেছেন। যা ভিত্তিহীন বলে দাবি করেন সিরাজুল।
তিনি আরও বলেন, লিটনের ভাইপো তমাল মহন্ত তার কাছে দুই লাখ ৭৫ হাজার টাকা দাবি করে। টাকা না দেয়ায় তাদেরকে হয়রানি করা হচ্ছে।