শিরোনাম |
আগের ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে শেষ বলে নাটকীয় জয় পেয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে শেষ ওভারে কামরুলের বোলিং নৈপুুন্যে জয় পেয়েছে মোহামেডান।
শেষ ওভারে শেখ জামালের দরকার ১৪ রান। আর শেষ বলে প্রয়োজন ছিল ছয় রানের। রাব্বির করা ওই ওভার থেকে মোট আট রানের বেশি নিতে পারেননি সেট ব্যাটার সাইফ হাসান ও পেস বোলার রিপন মন্ডল। তাতেই পাঁচ রানের জয় পায় মোহামেডান।
এই জয়ের ফলে সাত ম্যাচে মোহামেডানের পয়েন্ট ১২। আবাহনীর পর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান পয়েন্ট টেবিলে এককভাবে দ্বিতীয়স্থানে। অন্যদিকে লিগে দ্বিতীয়বারের মতো হার মানা শেখ জামালের পয়েন্ট সাত ম্যাচে ১০। তাদের অবস্থান চার নম্বরে।
টস হেরে প্রথমে ব্যাট করে আট বল বাকি থাকতে ২০০ রানে অলআউট হয় মোহামেডান। ফর্মে থাকা মাহিদুল ইসলাম অঙ্কন ছাড়া আর কেউ রান পাননি। ১০৪ বলে ৭০ রান করেন এই উইকেটকিপার ব্যাটার।
শেষ দিকে আবু হায়দার রনি ৩৬ বলে ৪৫ রান করে মোহামেডানকে লড়াই করার মতো পুঁজি এনে দেন। এছাড়া ২২ বলে ২৮ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাকিদের আর কেউ ২০ রানের ঘর পার করতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত একা লড়াই করেন ওপেনার সাইফ হাসান। ১২০ বলে ৮৪ রান করলেও দলকে জেতাতে পারেননি তিনি। সাইফকে কিছুটা সঙ্গ দিয়েছিলেন জিয়াউর রহমান। ৪১ বলে ৩৯ রান করেন তিনি। আর ৪৪ বলে ২১ রান করেন সৈকত আলি।