gramerkagoj
শুক্রবার ● ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও ১০ দিন বাংলাভাষী মানেই বাংলাদেশি নয়, বিজেপির বিরুদ্ধে মমতার প্রতিবাদ কাঁঠালিয়ায় পুকুরে রাসায়নিক সারের বিষক্রিয়ায় ১০ লাখ টাকার মাছ নিধন নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত অলিভিয়া স্মিথকে এক মিলিয়ন পাউন্ডে দলে নিচ্ছে নারী দল রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার আভাসে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি খুলনায় যুবদলের সাবেক সভাপতিকে গুলি ও রগ কেটে নির্মম হত্যা চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড লর্ডসে ইতিহাস গড়লেন জো রুট : এক দিনে একাধিক রেকর্ড হামাস অস্ত্র সমর্পণ করলে যুদ্ধ শেষ হতে পারে : নেতানিয়াহু
বড় সংগ্রহের পথেই শ্রীলঙ্কা
প্রকাশ : শনিবার, ৩০ মার্চ , ২০২৪, ০৭:৩৬:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১১ জুলাই , ২০২৫, ০৫:২৩:৩৯ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-03-30_660815b2d1773.jpg

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রান লঙ্কান ব্যাটাররা পাচ্ছেন রান। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে তিনটি হাফ সেঞ্চুরিতে তারা চার উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করেছে। হাফ সেঞ্চুরি করেছেন দু’ওপেনার নিশান মাদুশঙ্কা, দিমুথ করুণারতেœ এবং ওয়ানডাউনে নামা কুশল মেন্ডিস।
উদ্বোধনী জুটিতেই তারা ৯৬ রানের বিশাল রান স্কোর বোর্ডে তোলে। প্রথম সেশনে উদ্বোধনী জুটিই ভাঙতে পারেনি টাইগার বোলাররা। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই জুটি ভাঙে টাইগাররা। সেশনের শেষ দিকে এসে বাংলাদেশ পেয়েছে আরও একটি উইকেট। সব মিলিয়ে দ্বিতীয় সেশনে প্রাপ্তি লঙ্কানদের দু’টি উইকেট। এরপর আর কোন উইকেটে না হারিয়ে ২১৪ রান নিয়ে চা বিরতিতে যায় শ্রীলঙ্কা। এরপর তৃতীয় সেশনে আরও দু’টি উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা।
ইনিংসের ২৯তম ওভারে ৯৬ রানে ভাঙে লঙ্কার উদ্বোধনী জুটি। মেহেদী হাসান মিরাজের বলে দুই রান নিতে গিয়ে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন মাদুশঙ্কা ৫৭ রানে। এরপর ১১৪ রানের আরেকটি জুটি গড়েন কুশল মেন্ডিস এবং দিমুথ করুনারতেœ। সেশনের শেষ দিকে এসে এই জুটিটি ভাঙেন অভিষিক্ত হাসান মাহমুদ। ডানহাতি এই পেসারের বাইরের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটে টেনে এনে বোল্ড হন সেঞ্চুরির দোরগোড়ায় থাকা করুনারতেœ। ১২৯ বলে আটটি চার ও একটি ছক্কায় ৮৬ রান করেন তিনি।
তৃতীয় সেশনে এসে লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। হাফ সেঞ্চুরি পূরণ করেছেন আগেই। সেঞ্চুরি থেকে সাত রান দুরে। এমন সময়ই সাকিব আল হাসানের একটি আউট সুইং বলে ক্যাচ আউট হন এ ব্যাটার। ১৫০ বলে ৯৩ রান করে আউট হন কুশল মেন্ডিস। লঙ্কার রান তখন ২৬৩। অ্যাঞ্জেলো ম্যাথিউজের সঙ্গে ৫৩ রানের জুটি গড়েছিলেন তিনি। চতুর্থ উইকেটে দিনেশ চান্ডিমালের সঙ্গে ম্যাথিউজের জুটিটা বড় হয়নি। মাত্র ২৬ রানের। পেসার হাসান মাহমুদের বলে মিরাজের হাতে ক্যাচ দেন ম্যাথিউজ। ২৩ রানে আউট হন তিনি।

আরও খবর

🔝