gramerkagoj
মঙ্গলবার ● ১৪ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বাংলাদেশে আবারও আসছেন আতিফ আসলাম
প্রকাশ : শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ১১:৩৬:০০ এএম , আপডেট : শনিবার, ১১ জানুয়ারি , ২০২৫, ১১:৫৬:২৭ এএম
বিনোদন ডেস্ক:
GK_2024-03-29_66064e5b07e08.jpg

সংগীতশিল্পী আতিফ আসলামের জন্ম পাকিস্তানে। তবে পাকিস্তানে তার জন্ম হলেও বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী তিনি। ভারত এবং বাংলাদেশের তরুণ গানপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে এই সংগীতশিল্পী। সেই জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও একবার তার সুরের জাদু ছড়াতে আসছেন বাংলাদেশে।
বৃহস্পতিবার বিকালে ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই সুসংবাদ আতিফ আসলামই দিয়েছেন। গায়ক তার পোস্টে লিখেছেন, ‘শিগগিরই দেখা হচ্ছে বাংলাদেশ।’
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ১৮ ও ১৯ এপ্রিল ‘লেটস ভাইব আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’–এ গান গাওয়ার কথা রয়েছে আতিফ আসলামের। উৎসবটির আয়োজন করছে লেটস ভাইব ও ব্লুজ কমিউনিকেশন।
তবে আতিফ আসলামের বিষয়ে এখনই কথা বলতে নারাজ আয়োজকরা। তারা জানিয়েছেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে সবকিছু ঘোষণা করা হবে। এই উৎসবে আতিফ আসলাম ছাড়াও দেশি–বিদেশি তারকা শিল্পীদের থাকার কথা রয়েছে।
এর আগে ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় পারফর্ম করেছিলেন আতিফ আসলাম। দীর্ঘ আট বছর পর ফের আসতে চলেছেন ঢাকায়। এ নিয়ে আতিফ আসলামের বাংলাদেশি ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝