শিরোনাম |
মহাকাশবিষয়ক সংবাদমাধ্যম স্পেস জানিয়েছে, চলতি বছরের ৮ এপ্রিল পৃথিবীবাসী বিরল সূর্যগ্রহণ দেখতে পাবে। এর স্থায়িত্ব হতে পারে ৭ মিনিটেরও বেশি। সাধারণত ৫০ বছরের মধ্যে একবার এ ধরনের বিরল দীর্ঘ সময়ের সূর্যগ্রহণ দেখা যায়। এর আগে ১৯৭৩ সালে এ রকম বিরল সূর্যগ্রহণ দেখা গিয়েছিল।
বিজ্ঞানীদের মতে, চন্দ্র ও সূর্য যখন কক্ষপথের একই সারিতে এসে পড়ে, তখন সূর্যগ্রহণ হয়। যখন সূর্যগ্রহণ হয়, তখন সূর্যের আলো সরাসরি চাঁদের গায়ে গিয়ে পড়ে। আর এ কারণে পৃথিবীতে চাঁদের ছায়া পড়ে। সূর্যগ্রহণের সময় চাঁদ অন্যান্য সময়ের চেয়ে পৃথিবীর কাছাকাছি থাকে। এ সময় পৃথিবীর একাংশের দর্শকদের চোখে সূর্য সম্পূর্ণরূপে চাঁদের আড়ালে থাকে। ফলে এ সময় পৃথিবীর ওই অংশ অন্ধকার দেখায়।
জ্যোতির্বিদরা বলছেন, আগামী ৮ এপ্রিল মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় সম্পূর্ণ সূর্যগ্রহণ হবে। অর্থাৎ এসব অঞ্চল সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাবে। এশিয়া থেকে এ বিরল সূর্যগ্রহণ দেখা যাবে না। তবে লাইভ স্ট্রিমের মাধ্যমে ঘটনাটি কিছুটা হলেও উপভোগ করার ব্যবস্থা থাকবে।
স্পেস ডটকম জানিয়েছে, মেক্সিকো প্রশান্ত মহাসাগরীয় তীরে হাজার হাজার মাইল দক্ষিণ-পশ্চিমে সকাল বেলা সূর্যগ্রহণ শুরু হবে। স্থানীয় সময় সকাল ৯টা ৫১ মিনিটে মাজাটলানের কাছে চাঁদ সূর্যকে আড়াল করতে শুরু করবে। মাজাটলানের কাছাকাছি দর্শকরা সকাল ১১টা ৭ মিনিটে চার মিনিট ২০ সেকেন্ডের জন্য গ্রহণের সম্পূর্ণতা অনুভব করবেন।
তারপরে চাঁদের ছায়া মেক্সিকোতে ঝাঁপিয়ে পড়বে। দুপুর ১টা ১০ মিনিটে টেক্সাস সীমান্ত অতিক্রম করবে। মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হবে দুপুর ২টা ২৭ মিনিটে এবং শেষ হবে ৩টা ৩৩ মিনিটে।
কানাডিয়ানরা বিকেলে সূর্যগ্রহণ উপভোগ করবেন। সূর্যগ্রহণটি কানাডার সীমানা ছাড়িয়ে শেষ হবে, যখন আটলান্টিক মহাসাগরে সূর্য অস্ত যাবে।