gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
প্রকাশ : বুধবার, ২৭ মার্চ , ২০২৪, ০১:৩৭:০০ পিএম , আপডেট : শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৫:১৬:৪৬ পিএম
দিনাজপুর প্রতিনিধি:
GK_2024-03-27_6603c76d77a9e.jpg

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর একদিন বন্ধ থাকার পর আবারও বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ ছিল। বুধবার বেলা সোয়া ১১টা থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। তা আনলোড হয়ে দেশি ট্রাকে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
হিলি ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। আজও স্বাভাবিক আছে।

আরও খবর

🔝