শিরোনাম |
জমি নিয়ে বিরোধের জের ধরে আলমগীর হোসেন ও তার স্ত্রীকে মারপিটে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের আলামগীর হোসেন মামলাটি দায়ের করেছেন।
আসামিরা হলো, একই গ্রামের আব্দুল হাকিম, শামীম, মহিবুল ইসলাম অপু, আব্দুল গণি মিয়া, নাজিম শেখ ও মাসুদ ।
মামলায় আলমগীর হোসেন বলেছেন, আসামিদের সাথে তার জমি নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিলো। সে কারনে আসামিরা প্রায় তাকে হুমকি দিচ্ছিল। গত ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে আসামিরা দা, কুড়াল, লাঠি, শাবল নিয়ে তার বাড়িতে প্রবেশ করে এবং অকথ্য ভাষায় গালিগালজ করতে থাকে। তিনি নিষেধ করলে আসামিরা তার ওপর চড়াও হয় ও বেধড়ক মারপিট করে। এ অবস্থায় তার স্ত্রী রোজিনা খাতুন ঠেকাতে গেলে তাকেও মারপিট করা হয়। এ ঘটনায় তিনি গত ১৩ মার্চ আদালতে পিটিশন দাখিল করেন। পরে আদালতের নির্দেশে পিটিশনটি নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে থানা পুলিশ।