gramerkagoj
বুধবার ● ১৫ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মানুষের সেবায় রাজনীতিতে নেমেছি : মঈন খান
প্রকাশ : শনিবার, ১৬ মার্চ , ২০২৪, ০৩:০৯:০০ পিএম , আপডেট : বুধবার, ১৫ জানুয়ারি , ২০২৫, ১১:৪৮:২৭ এএম
কাগজ ডেস্ক:
GK_2024-03-16_65f559d6afd54.jpg

বিএনপি শান্তির রাজনীতি করে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতার জন্য রাজনীতি করতে আসিনি, মানুষের সেবায় রাজনীতিতে নেমেছি।
শনিবার (১৬ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডিতে সদ্য কারামুক্ত যুবদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি জনগণের শক্তিতে রাজনীতি করে। কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। জনগণই সব ক্ষমতায় উৎস।
আওয়ামী লীগ বাংলাদেশ থেকে গণতন্ত্রকে হত্যা করেছে বলেও মন্তব্য করেন মঈন খান।
তিনি বলেন, বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে, এটা তো কোনো কথা নয়। বিএনপি যদি আন্দোলনের সক্ষমতা হারিয়েই ফেলতো, তাহলে সরকারের কাছ থেকে প্রতিদিন কেন হুমকি পাচ্ছি?
মঈন খান আরও বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশ থেকে বিরোধীদলকে নিশ্চিহ্ন করে দিতে চায়। সেজন্য গায়ের জোরে দেশ শাসন করছে।
তিনি বলেন, বিরোধীদলকে জুলুম-নির্যাতন করে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না। এটা কোনো স্বাভাবিক দেশে হতে পারে না।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝