gramerkagoj
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম মণিরামপুরে ইটভাটার মেশিনে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু আশাশুনিতে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় পাইলট প্রকল্পের সমাপনী অনুষ্ঠান মোংলায় খালেদা জিয়ার নামে স্কুল, কলেজ ও বৃদ্ধাশ্রম নির্মাণে বিএনপি নেতার উদ্যোগ সভাপতি পদে দুই ও সম্পাদক পদে চারজনসহ ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা, আওয়ামীপন্থীরা মাঠে নেই আগামীকাল উদ্বোধনী ম্যাচে লড়বে উপশহর ও ফতেপুর জোড়া গোলের জয়ে সেমিতে চৌগাছা পেঁয়াজ আমদানির অনুমোদন পেতে দুই হাজারের বেশি আবেদন সরকারকে জিম্মি করে দাবি আদায়কারীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মালয়েশিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে
প্রকাশ : মঙ্গলবার, ৫ মার্চ , ২০২৪, ১২:৩১:০০ পিএম , আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর , ২০২৫, ০২:৪৬:১৫ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-03-05_65e6b5aad4fba.jpg

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে কাজাং এলাকায় রোববার রাতে ট্রেনের ধাক্কায় নিহত তিন ব্যক্তির মধ্যে দুই জন বাংলাদেশের নাগরিক। তাদের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতরা হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. কামরুল হোসেন ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. দুলাল মিয়া। নিহত দুইজনের পরিচয় নিশ্চিত করেছে বাংলাদেশ হাইকমিশন। অপরজন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। নিহত তিনজনই ৩০-৪০ বছর বয়সী।
নিহত দুই বাংলাদেশি সম্প্রতি কলিং ভিসায় মালয়েশিয়ায় যান। তারা কাজ না পেয়ে একটি ওয়ার্কশপে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই বাংলাদেশির গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম তাদের মৃত ঘোষণা করেছে। পরে রাত সোয়া ১২টার দিকে তিন জনের লাশ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা ও ময়নাতদন্তের জন্য স্থানীয় পুলিশের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, মালয়েশিয়ায় মেট্রোরেল রেল, ভূগর্ভস্থসহ সব ধরনের রেল লাইন রয়েছে। রেললাইনের দুই পাশে ইস্পাতের শক্ত বেড়া দেওয়া থাকে। যাতে রেললাইনে কোনো মানুষ ও জীবজন্তু প্রবেশ করতে না পারে। নিহত ওই তিনজন কীভাবে ও কোন পরিস্থিতিতে ট্রেনের সঙ্গে ধাক্কায় মারা গেল, এ বিষয়ে বিস্তারিত জানায়নি সংশ্লিষ্টরা।

আরও খবর

🔝