শিরোনাম |
মশা তাড়ানোর নানা উপায় আছে। তার মধ্যে মশার কয়েল ও ইলেকট্রিক ব্যাট ছাড়াও কিছু ঘরোয়া উপায়ে মশা তাড়াতে পারেন। নিশ্চিন্তে নির্ভর করুন ঘরোয়া পদ্ধতিতে। এই মশা তাড়াতে বাজারে পাওয়া রাসায়নিক পণ্য ব্যবহার করেন অনেকেই। কিন্তু বাজারে পাওয়া মশার ধূপের ধোঁয়ার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকারক এই রাসায়নিক। শুধু তাই নয়, যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য মশা তাড়ানোর ধূপকাঠির ব্যবহার বিপজ্জনক। তবে এমন কিছু উপাদান আছে যার সাহায্যে প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানো যেতে পারে।
আপনাকে যা করতে হবে:
নিম পাতা:
নিমের তেল পোকামাকড় দূর করে। একইভাবে মশা তাড়াতেও এটি কার্যকর।
এটি কর্পূরের সঙ্গে মিশিয়ে ঘরের এক কোনায় রেখে দেওয়া যেতে পারে। এর গন্ধেই মশা পালাবে। শুধু নিমপাতাও ঘরে রেখে দিতে পারেন, মশার উপদ্রব কমবে।
লেবু ও লবঙ্গ:
একটি লেবু মাঝ থেকে কেটে নিন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর টুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন। এতে করে মশা ঘরেই ঢুকবে না।
কর্পূর:
মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। আপনি যেকোনো ফার্মেসীতে গিয়ে কর্পূরের ট্যাবলেট কিনে নিতে পারেন। একটি ৫০ গ্রামের কর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। দুদিন পর পানি পরিবর্তন করুন। আগের পানিটুকু ফেলে দেবেন না। এই পানি ঘর মোছার কাজে ব্যবহার করলে ঘরে পিঁপড়ার যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন।
একটি লেবু মাঝ থেকে কেটে নিন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর টুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন। এতে করে মশা ঘরেই ঢুকবে না।
ইউক্যালিপটাস তেল:
মশা তাড়াতে ইউক্যালিপটাস তেল খুবই উপকারী। ইউক্যালিপটাস তেলে কয়েক ফোঁটা লেবুর রস মেশাতে হবে । এই মিশ্রণ গায়ে মেখে রাখলে এর গন্ধ৩ ঘন্টা মশা থেকে দূরে রাখবে।
রসুন:
রসুনের তীব্র গন্ধ মশা তাড়াতে সাহায্য করে। এজন্য কয়েকটি রসুনের কোয়া থেতলে পানিতে সিদ্ধ করতে হবে। ওই পানি সারা ঘরে স্প্রে করে দিলেই মশার যন্ত্রণা থেকে রেহাই পাওয়া সম্ভব।
এছাড়াও রসুন, কাঁচা মরিচ, জিরা, নিমপাতা, কাঁচা হলুদ ভালো করে বেটে মিশিয়ে দিন। এবার তা সাদা সুতির কাপড়ে বেঁধে রেখে দিন বসার, শোবার ঘরে। এতে শুধু মশা নয়, থাকবে না কোনো পোকামাকড়ই।
আপেল সাইডার ভিনিগার:
আপেল সাইডার ভিনেগারের সাহায্যে সহজেই মশা তাড়াতে পারেন। এর জন্য একটি স্প্রে বোতল নিন এবং তাতে অর্ধেক জল এবং অর্ধেক আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিতে হবে। এই উপাদান কাপড় এবং শরীরে ছিটিয়ে দিলে মশা আপনার কাছেও আসবে না।
পরিচ্ছন্নতা
বাড়ির আশপাশে স্যাঁতসেঁতে পরিবেশ ও নর্দমা থাকলে মশা বেশি হবে। বাড়ির ভেতর ও বাইরে পরিষ্কার রাখুন। কোথাও পানি জমে থাকলে পরিষ্কার করুন।
শরীরের ক্ষতি না করে নামমাত্র খরচে মশা তাড়িয়ে, ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হওয়া থেকে নিরাপদে থাকুন।