gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
রমজানে দ্রব্যমূল্য উর্ধ্বগতি রোধে পাবনায় মতবিনিময়
প্রকাশ : শনিবার, ২ মার্চ , ২০২৪, ০৪:০৩:০০ পিএম
পাবনা প্রতিনিধি:
GK_2024-03-02_65e2f5ef8e09c.jpg

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উর্ধ্বগতি রোধ, সব প্রকার ফলের মূল্য সহনীয় পর্যায়ে রাখা ও ভেজাল পন্য বিক্রি বন্ধে করনীয় নিয়ে পাবনায় সকল প্রকার ফল ব্যবসায়ীদের সঙ্গে চেম্বারে অব কমার্সের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ মার্চ) দুপুরে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বারের সভাকক্ষে মতবিনিময় সভা হয়।
এ সময় সাংবাদিক, গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন প্রতিনিধি ও চেম্বারে অব কমার্সের নেতারা উপস্থিত ছিলেন।
পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, জেলার ক্যাবের সাধারণ সম্পাদক এসএম মাহবুব আলম, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক, শফিকুল ইসলাম খান, মাসুদুর রহমান মিন্টু, সাজ্জাদ হোসেন বাচ্চুসহ ব্যবসায়ী, সাংবাদিক গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও চেম্বারে অব কমার্সের নেতারা।
মতবিনিময় সভায় ব্যবসায়িদের জানানো হয়, ভেজাল খাদ্য পণ্য বিক্রি ও ক্রেতাদের সঙ্গে প্রতারণামূলক কোনো কার্যক্রম করলে বা অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সবাইকে সতর্ক হওয়া আহ্বান জানো হয়। দ্রব্যমূল্যের দাম সহশীল পর্যায়ে রাখতে নিয়মিত প্রশাসনের সঙ্গে চেম্বার ভোক্তা অধিকার ও ক্যাব পাবনা প্রতিনিধি দল নিয়মিত বাজার মনিটরিং করবেন।

আরও খবর

🔝