gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কালীগঞ্জে বিষমুক্ত বেগুন উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস পালিত
প্রকাশ : বুধবার, ২৮ ফেব্রুয়ারি , ২০২৪, ০৯:৪৯:০০ পিএম
টিপু সুলতান, কালীগঞ্জ (ঝিনাইদহ):
GK_2024-02-28_65df5643a2d16.jpg

কৃষি অফিসের পরামর্শ ও সহায়তায় বিষমুক্ত বেগুন চাষে সাফল্য পেয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামের কৃষকেরা। কীটনাশকের বদলে জৈব বালাইনাশক ও সেক্স ফেরোমন ফাঁদের ব্যবহার, উপকারী পোকা-মাকড় সংরক্ষণ এবং পরিচ্ছন্ন চাষাবাদ পদ্ধতিতে আবাদ করছেন তারা। বেগুনসহ বিষমুক্ত সবজি উৎপাদনে মাঠ দিবস ও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ।
ফিড দ্য ফিউচার বাংলাদেশ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি এবং রুসল আইপিএম বাংলাদেশ লিমিটেডের আয়োজনে মাঠ স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব সবজি উৎপাদনে আইপিএম লাগসই প্রযুক্তি এতে ক্ষতিকর পোকা-মাকড় দমন ও সবজির গুণগত মান নিশ্চিত হয়। বেগুনের পোকা দমনে সেক্স ফেরোমন ফাঁদ এখন বাজারে সহজলভ্য ও কার্যকরী। প্রতি ১০ বর্গমিটার জমির জন্য একটি ফাঁদ চারা লাগানোর ৪-৫ সপ্তাহ পর গাছের উচ্চতার ওপর খুঁটি দিয়ে স্থাপন করতে হবে। ৬-৭ দিন পর পর নিয়মিত সাবান পানি ও ৫০-৬০ দিন পর ফাঁদের উচ্চতা বদলাচ্ছে বেগুন চাষিরা। আইপিএম পদ্ধতিতে বিষ ব্যবহার না করেও বেগুন উৎপাদনে মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করছে।
আইপিএম পদ্ধতি বেগুন উৎপাদন শীর্ষক কৃষক মাঠ দিবস বুধবার বিকেলে বেথুলি গ্রামে অনুষ্ঠিত হয়। এতে এলাকার দুই শতাধিক কৃষক অংশ গ্রহণ করেন। ইউপি সদস্য তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক রেজাউল ইসলাম, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার কুন্ডু এবং বিল্লাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইএমপির ফিল্ড অফিসার জাহিদ খান। এতে পরিবেশবান্ধব হয়ে লাভজনকভাবে বেগুন উৎপাদন কৌশল চর্চা ও টেকসই করার জন্য আইপিএম প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে কৃষক ওমর ফারুকের বেগুন ক্ষেত পরিদর্শন করেন কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক রেজাউল ইসলাম বলেন, আমাদের দেশে প্রতি বছর ৩৮ হাজার মেট্রিক টন রাসায়নিক কীটনাশক বিভিন্ন ফসলে ব্যবহার করা হয়। যে কারণে মানুষের শরীরে বিভিন্ন রোগ বালাই দেখা দেয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝