gramerkagoj
বুধবার ● ১৫ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
চলে গেলেন বিখ্যাত শিল্পী পঙ্কজ উদাস
প্রকাশ : সোমবার, ২৬ ফেব্রুয়ারি , ২০২৪, ০৮:০৬:০০ পিএম , আপডেট : শনিবার, ১১ জানুয়ারি , ২০২৫, ১১:৫৬:২৭ এএম
কাগজ ডেস্ক:
GK_2024-02-26_65dc9d6fd85de.jpg

সংগীত জগতে ফের নক্ষত্রের পতন ঘটলো। ৭২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন উপমহাদেশের বিখ্যাত গায়ক পঙ্কজ উদাস। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মারা যান এই কিংবদন্তি গজলশিল্পী।
পঙ্কজ উদাসের টিমের এক বিবৃতিতে বলা হয়, পঙ্কজ স্যার দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে একেবারেই সুস্থ ছিলেন না। এদিন সকাল ১১টার দিকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন পঙ্কজ উদাস। হিন্দি ছবির গানে ৮০-র দশককে মুগ্ধ করেছেন পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’, পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝