gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
চাঁদার দাবিতে বোমা হামলায় হত্যা চেষ্টা, ৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট
প্রকাশ : শনিবার, ২৪ ফেব্রুয়ারি , ২০২৪, ১০:০৭:০০ পিএম , আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর , ২০২৪, ১১:২৫:৪৮ এএম
কাগজ সংবাদ:
GK_2024-02-24_65da14c5bafe1.jpg

যশোরে চাঁদার দাবিতে বোমা হামলা করে হত্যা চেষ্টা মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পিবিআই। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় একজনকে অব্যাহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক আজিজুল হক।
অভিযুক্ত আসামিরা হলেন যশোর রেলগেট মুজিব সড়কের শ্রীদূর্গা হোটেল এলকার আরিফ হোসেন আরিফ, চোরমারা দিঘীর উত্তরপাড় এলকার শান্ত শেখ শান্ত, রায়পাড়ার রবিউল ইসলাম, চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড় এলাকার কাবিল আহম্মেদ ও তার ভাই হাবিল আহম্মেদ।
মামলার অভিযোগে জানা গেছে, চাঁচড়া রায়পাড়ার আক্কাস আলীর ছেলে মামুনের কাছে আসামিরা দুই লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দিয়ে আসছিলেন। ২০১৭ সালের ২৭ মার্চ দুপুরে আসমিরা মামুনকে বাড়ির সামনে পেয়ে ধাওয়া করেন। এ সময় মামুন দৌড়ে বাড়ির ভিতর চলে গেলে আসামিরা বাড়িতে বোমা হামলা করে মামুনকে হত্যার চেষ্টা করেন। বোমার শব্দে স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে বিস্ফোরিত বোমার অংশ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় ২৯ মার্চ মামুনের পিতা আক্কাস আলী ছয়জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।
এ মামলার র্দীঘ তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় ওই পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় চাঁচড়া রায়পাড়ার পীরবাড়ি মোড় এলকার আব্দুর আহম্মেদকে অব্যাহতির আবেদন করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝