শিরোনাম |
❒ দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগ সুপার ফোর পর্ব
যশোরে অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগের সুপার ফোর পর্বের ম্যাচ শুরু হয়েছে শনিবার। এদিন শামস্-উল হুদা স্টেডিয়ামে হয় দু’টি ম্যাচ। আর এ দু’টি ম্যাচই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। জয় পেয়েছে ইয়াং আর এন রোড ও ঝিকরগাছা ক্রিকেট একাডেমি।
দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারের এ ম্যাচে ইয়াং আর এন রোড ২২ ওভার এক বলে সব ক’টি উইকেট হারিয়ে ১৭২ রান করে। জবাবে উষা স্পোর্টিং ক্লাব ২৪ ওভার তিন বলে সব ক’টি উইকেট হারিয়ে ১৬৭ রান করে। ফলে আর এন রোড জয় পায় পাঁচ রানে।
ইয়াং আর এন রোডের ব্যাটিং ইনিংসে ইব্রাহিম মোল্যা ৩১ বলে আটটি চার ও একটি ছয়ে ৪৯, আসিফ রহমান ১১ বলে দু’টি চারে ১২, আজিজুর ইসলাম সজিব ১৩ বলে একটি চারে ১০ ও আবু বক্কর ৩২ বলে সাতটি চার ও দু’টি ছয়ে ৫৭ রান করেন। অতিরিক্ত হতে তাদের স্কোর বোর্ডে যোগ হয় ১৪ রান।
বল হাতে উষার শাওন পারভেজ ২০ রানে তিনটি, সজিব হোসেন ৪৫ বলে দু’টি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মাজহারুল ইসলাম, জহির রায়হান ও ইবনে ফয়সাল।
উষার ব্যাটিং ইনিংসে শুভ ঘোষ ৩৬ বলে দু’টি চারে ২৩, রুবেল হোসেন ১৮ বলে চারটি চারে ২৬, সজিব হোসেন ২৭ পাঁচটি চার ও একটি ছয়ে ৪৫, মিথুন কুমার ১১ বলে একটি চারে ১৩, মাজহারুল ইসলাম ১৮ বলে একটি চারে ১০ ও শাওন পারভেজ ১৪ বলে একটি চারে করেন ১৩ রান। অতিরিক্ত হাতে তাদের সংগ্রহ ১৯ রান।
বল হাতে ইয়াং আর এন রোডের রিয়াদ ২০ রানে তিনটি, নায়েম উদ্দিন ২৭, আবু বক্কর ২৪ ও শরিফুল ইসলাম ৩৭ রানে নিয়েছেন দু’টি করে উইকেট।
একইস্থানে দুপুরে টস হেরে ব্যাট করতে নেমে রিপন অটোস ২৫ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১৩৫ রান করে। পাল্টা ব্যাট করতে নেমে ২৪ ওভার তিন বলে আট উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ঝিকরগাছা ক্রিকেট একাডেমির খেলোয়াড়রা।
রিপন অটোর ব্যাটিং ইনিংসে কামরুজ্জামান ১৬ বলে দু’টি চারে ১১, শিমুল হোসেন ২০ বলে চারটি চারে ২৪, নাদিম হোসেন ২৯ বলে একটি চারে ১৭, আবিদ হোসেন ৪১ বলে চারটি চারে ৩৪ ও মাহফুজুর রহমান ২৪ বলে করেন ১১ রান। অতিরিক্ত হতে তারা পায় ২৫ রান।
বল হাতে ঝিকরগাছার সুজন ২৯ রানে ও ফারহান মুহিব ২৪ রানে নিয়েছেন তিনটি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন মতিউর রহমান, রাহাত ইমন রাফি ও ওবাইদুল ইসলাম।
ঝিকরগাছার ব্যাটিং ইনিংসে ওবাইদুল ইসলাম ২৭ বলে একটি চার ও ছয়ে ১৯, তাফিমুল ইসলাম ৩৮ বলে একটি একটি চারে ১৪, রাহাত ইমন রাফি ১৪ বলে দু’টি চার ও একটি ছয়ে ১৮, রিয়াদ মাহমুদ ২১ বলে একটি চারে ১৩ ও মতিউর রহমান ১৯ বলে চারটি ছয়ে অপারজিত ৩৪ রান করেন। অতিরিক্ত হতে তারা সংগ্রহ করে ২৯ রান।
বল হাতে রিপন অটোর শিমুল হোসেন ৩২ রানে তিনটি, নাদিম হোসেন, আরিফুজ্জামান, প্রীতম সরকার ও নিবিড় পোর্দার নিয়েছেন একটি করে উইকেট।