gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
আইনজীবী শাহীনের অবস্থা আশঙ্কাজনক
প্রকাশ : শনিবার, ২৪ ফেব্রুয়ারি , ২০২৪, ০৭:৩৫:০০ পিএম , আপডেট : বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৩:০১:২৯ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-02-24_65d9f318cc844.jpg

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীনের অবস্থা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় ইউনাইটেড হাসপাতাল থেকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। শনিবার সন্ধ্যার ৬টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট। তিনি বর্তমানে ইউনাইটেড হাসপাতালে অবস্থান করছেন।
আইনজীবী ছোট জানান, ডাক্তার বলেছেন শাহিনের শারীরিক যে অবস্থা, সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ। সর্বশেষ চেষ্টা একটি অপারেশন করতে হবে। আজ রাতেই বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে সেই অপারেশনটি করার কথা রয়েছে। এখন ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।
শুক্রবার সকালে নিজ বাড়িতে তিনি ব্রেন স্টোক করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিক তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে হেলিকপ্টার যোগে প্রেরণ করা হয়।
এদিকে, শাহানুর আলম শাহীন মারা গেছেন বলে ফেসবুকে প্রচারণা চালাচ্ছে কেউ কেউ। যা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন শাহিনের পরিবারের সদস্যরা। শাহিনের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

আরও খবর

🔝