gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সিরিয়ার দামেস্কে ইসরায়েলের একাধিক ক্ষেপণাস্ত্র হামলা
প্রকাশ : বুধবার, ২১ ফেব্রুয়ারি , ২০২৪, ০৪:২৭:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2024-02-21_65d5c7b7b6b99.jpg

সিরিয়ার রাজধানী দামেস্কের কাফর সৌসা জেলায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েল একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনটিতে আঘাত হানে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে রয়টার্স এ খবর জানিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হামলার শিকার ভবনটির পাশে ইরানের একটি স্কুল রয়েছে। বার্তা সংস্থাটি কোনও হতাহতের তথ্য জানায়নি। বহুতল ভবনটির ছবি প্রকাশ করেছে তারা।
হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত মাসে একই জেলায় একটি ভবনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন ইরানি কর্মকর্তা নিহত হয়েছিলেন।
সিরিয়ার ১২ বছরের গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিয়ে আসছে ইরান। দামেস্কের প্রতি ইরান ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সমর্থনের কারণে সিরিয়ায় নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সিরিয়ায় ইরানি সামরিক শক্তি খর্ব করতে এসব হামলা চালাচ্ছে তেল আবিব।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝