শিরোনাম |
চুয়াডাঙ্গার জীবননগরে ফসলের মাঠে পড়েছিল মজনু খাঁ ওরফে ফজলু মিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ। মজনু খাঁ উপজেলার সন্তোসপুর গ্রামের কাশেম আলীর ছেলে। তার সাথে থাকা একই গ্রামের তার ফুফাতো ভাই জব্বার আলী নিখোঁজ রয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে সন্তোষপুর ও ধোপাখালী গ্রামের মাঝে কাবলেরচারা নামক মাঠ থেকে মজনু খাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে সন্তোষপুর ও ধোপাখালী গ্রামের মাঝে কাবলেরচারা নামক মাঠের মধ্যে এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ফজলুকে মৃত ঘোষণা করেন।
মজনু খাঁ উপজেলার সন্তোসপুর গ্রামের কাশেম আলীর ছেলে। নিখোঁজ হওয়া জব্বারও একই গ্রামের বাসিন্দা।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, সন্তোষপুর ও ধোপাখালী গ্রামের মাঝে মাঠে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনা শুনেছি। পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহটি জীবননগর হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।