gramerkagoj
রবিবার ● ৬ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
বাঙালি জাতির প্রেরণার প্রতীক একুশে ফেব্রুয়ারি: এমপি ইয়াকুব আলী
প্রকাশ : বুধবার, ২১ ফেব্রুয়ারি , ২০২৪, ০২:৪০:০০ পিএম , আপডেট : শনিবার, ৫ জুলাই , ২০২৫, ১০:২৮:১৩ এএম
তাজাম্মূল হুসাইন, মণিরামপুর:
GK_2024-02-21_65d5b73780281.JPG

যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, ‘বাঙালি জাতির প্রেরণার প্রতীক একুশে ফেব্রুয়ারি। স্বাধীনতা সংগ্রামের শুরুটা হয়েছিল মূলত একুশে ফেব্রুয়ারি। এরই ধারাবাহিকতায় আমরা নিজস্ব মাতৃভাষা পেয়েছি, একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতি এমপি এস এম ইয়াকুব আলী আরও বলেন, ‘বাংলা আমাদের মাতৃভাষা, এ ভাষার জন্য জীবন দিয়েছে অনেকেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যদায় উন্নীত করেছে। আজ আমরা স্বরণ করি ভাষা আন্দোলনের সব শহীদদেরকে।
উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের পরিচালনায় এতে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলী হাসান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ ও থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ।
আলোচনা সভা শেষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলার লাউড়ী মাদ্রাসার অধ্যক্ষ মফিজুর রহমান।

আরও খবর

🔝