gramerkagoj
বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, সেটা হেনস্তার অভিজ্ঞতা চোখের পানিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা মুসল্লিদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড যুদ্ধবিধ্বস্ত গাজা ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান সৌদির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর ঘটনার মূল হোতা গ্রেপ্তার পুলিশের গাড়িতে হামলা, তামান্নাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষিপ্ত জনতা থানা ঘেরাও যশোরে জাতীয় ব্লাইন্ড ক্রিকেট টিমকে দেয়া হবে সংবর্ধনা উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ যুদ্ধবিধ্বস্ত গাজা ‘দখল’ করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প আসিফ-নাহিদরা পদত্যাগ করলে যা হতে পারে
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যে সব এলাকায় ইন্টারনেট ও টেলিফোন সেবা ৭২ ঘণ্টা বন্ধ থাকবে
প্রকাশ : বুধবার, ২১ ফেব্রুয়ারি , ২০২৪, ১১:৩৫:০০ এএম , আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি , ২০২৫, ০৩:৪৯:২৩ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-02-21_65d5895e903e6.jpg

বগুড়া শহর, উপজেলাসমূহ এবং জয়পুরহাট জেলায় আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টা ইন্টারনেট ও টেলিফোন সেবা বন্ধ থাকবে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) শহরের সাতমাথায় তিনতলা টেলিফোন ভবনটি বুয়েট কর্তৃক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ওই ভবন থেকে সুইচ রুমের যাবতীয় যন্ত্রপাতি অন্যত্র স্থানান্তর করা হবে। এ কারণে ৭২ ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।
এই সময় বগুড়া শহর, উপজেলাসমূহ এবং জয়পুরহাট জেলায় বিটিসিএল কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেতার ও গ্রন্থাগারে সংযোগকৃত ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত এ সেবা পাওয়া যাবে না।
উপমহাব্যবস্থাপক (টেলিকম) বগুড়া কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ অফিসের আওতায় জিপন (GPON), লিজড লাইন ইন্টারনেট (LLI), ভিপিএন (VPN) সেবা রয়েছে। এ ছাড়া টেলিফোন (AGW) কপার ক্যাবলের মাধ্যমে দেওয়া সংযোগ বগুড়া শহরে ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।
পাশাপাশি এই ঘোষিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানায় সংস্থাটি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝