gramerkagoj
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম প্রবল বর্ষণে যশোরে সবজিসহ ৩১৯১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক যশোরে কুমারী সেজে দ্বিতীয় বিয়ে ও মালামাল আত্মসাৎ, স্বামীর আদালতে মামলা পাউবির ত্বরিত পদক্ষেপে বিকল স্লুইস গেট সচল মণিরামপুরে আব্দুল মান্নান হত্যার দায় স্বীকার ভাই ও ভাইপোর অস্ত্রসহ আটক রয়েল দুই দিনের রিমান্ডে শান্তির হ্যাট্রিকে ভুটানকে হারালো বাংলাদেশ চৌগাছায় টানা বৃষ্টিতে একশ হেক্টর আউশ ধান পানির নিচে, দুশ্চিন্তায় কৃষকরা যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না: অমিত একটি মেডিক্যাল ক্যাম্প ও ভ্রমণ কাহিনী যশোরে একদিনের ব্যবধানে ফের আটটি স্বর্ণের বার উদ্ধার,  দুই পাচারকারী আটক
নওগাঁ-২ আসনে নৌকার প্রার্থী শহীদুজ্জামান জয়ী
প্রকাশ : সোমবার, ১২ ফেব্রুয়ারি , ২০২৪, ১০:২১:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই , ২০২৫, ০২:০২:১৮ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-02-12_65ca48a04b654.jpg

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্মীতলা-ধামুইরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শহীদুজ্জামান সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং অফিসার গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, এ আসনের নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নৌকার বিজয়ী প্রার্থী শহীদুজ্জামান সরকার পেয়েছেন এক লাখ ১২ হাজার ৬৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এইচ এম আক্তারুজ্জামান ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৪৮৩ ভোট। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন তিন হাজার ৭০৮ ভোট। অন্য স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা ঈগল প্রতীকে পেয়েছেন এক হাজার ৩৮৬ ভোট। রির্টানিং কর্মকর্তা আরও জানান, এই আসনে মোট ভোটারের ৫৩ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়েছে। এর আগে সোমবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আটদিন আগে গত ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আসনটির নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। সংসদ নির্বাচন হওয়ার পরদিন ৮ জানুয়ারি ওই আসনে ভোটের নতুন তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আরও খবর

🔝