শিরোনাম |
যশোর জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ।
প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাক্তন শিক্ষা অফিসার একে এম গোলাম আযম, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক সেলিম রেজা ও সেলিমা খাতুন এবং সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান।
বিকেলে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক খালেদা খাতুন রেখা। দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৫৬ ইভেন্টে ১৬৮ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।