gramerkagoj
রবিবার ● ২১ জুলাই ২০২৪ ৬ শ্রাবণ ১৪৩১
gramerkagoj
লোকে হ্যাতো ফাও সুমায় কনে পায়!
প্রকাশ : সোমবার, ১২ ফেব্রুয়ারি , ২০২৪, ১০:০৪:০০ পিএম
আক্কেল চাচা:
GK_2024-02-12_65ca41ceac4e0.jpg

আমাগের আশপাশে কোন কিচু হলি দেকি যাইগের মাতা না ঘামালিও চলে তারা যাইচে পইড়ে আরো মাতা ঠেইলে দেয়। মনে হয় যেন যদি তারা এর মদ্দি মাতা না ঠ্যালে তো প্যাটের ভাত এগের হজমিই হবে না। হালি কইরে তামান জাগায় দেকচি এট্টু বয়েস ভারী লোকের সাতে নরুনপানা মাইয়েগের বিয়ে হচ্চে। কিডা কারে বিয়ে করবে না করবে সিডা তাইগের নিজিগের ব্যাপার। দুডো স্যায়না লোক তাইগের পচন্দে বিয়ে কইল্লো সিডা তাইগের দুডো বাড়ির লোকের মদ্দি বুজবাজের ব্যাপার। কিন্তুক একন যার বিয়ে তার খোজ নেই পাড়া পড়শীর ঘোম নেই সিরাম দশা। আশপাশতে শুরু কইরে ফেসবুকি তাই নিয়ে নানান কিচ্চে রইটে যাচ্চে। কেউ তাতে উজোন মজাও নেচ্চে।
কি সব্বোরাশে কতা কওদিনি বাপু। হইয়ে ধইরে ময়মুরুব্বীগের মুকি শুইনে আসতিচি, হায়াত মউত রিযিক দৌলত বিয়েশাদী সব খুদাতালার হাতে। শুনা কতাডা কমবেশ স¹লি মাইনেও আইসতেচে। তালি এট্টু উজোনভাটি বয়েসের বিয়ে হলি তাইগের নিয়ে কুকতা কওয়ার কি আছে সিডা তো বুঝ পায় নে। আমাগের দেশের বড় একজন লেখক হুমায়ুন আহমেদ চাচা একবার তার এক বইতি লিকিলেন, আমাগের দেশের লোক রাস্তা দিয়ে যাওয়ার সুমায় সামান্য শুসা ছুলাও কাজ ফেলায় দিয়ে দাড়ায় দাড়ায় দেকে। আর যদি কোনটোয় কাইজে ফ্যাসাদ বাদে তো কতাই নেয়। জোন কামোয় দিয়ে হলিও সিডা দেইকে তারপর যাতি হবে। শুনিচি বিদেশে নাকি মানসির হ্যাতো সুমায় নেই। তারা নিজির কাজ নিয়ে হ্যাতো ব্যস্তর যে কিডা কনে আচে সিডা দেকারও তাইগের জো নেই। আর আমাগের আমাড় সুমায়। নিজিগের নিয়ে ভাবার বদলে পর নিয়ে ভাবদি বেশি সুমায় চইলে যায়। অনেকের বয়েস ভাটিতি, তাইগের ছাবাল মাইয়েরা যারা যার সুংসার ছাবাল মাইয়ে নিয়ে ব্যস্ত। যার খোজ কেউ রাকে না, সে যদি এট্টা বিয়ে কইরে বাকি জীবনডা কাটায় দিতি চায় তালি কার কিসি ক্ষেতি তাতে?
ম্যালাদিন হতি গেল, নায়ক রিয়াজের শউর ফেসবুকি লাইবি আইসে মাতায় পিস্তল ঠেকায়ে গুলি কইরে নিজির জীবন বাইরো কইরো দিলো। হ্যাকলা থাকতি থাকতি নিজির জীবনের ওপর তার ক্ষিত্তেপ চইলে আইলো বিলে। মরার পর স¹লি বিলাপ করিলো। কিন্তুক বিটাডা যদি এট্টা বিয়ে কইত্তো তালি টিটকেরির কোন অন্ত থাইকতো না। মানুষ পরেরে নিয়ে ভাবার হ্যাতো ফাও সুমায় কনে পায় কওদিনি বাপু ! আলাম কনে, মলাম যে !
ইতি-
অভাগা আক্কেল চাচা

আরও খবর

🔝