শিরোনাম |
ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয় যশোরের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, বিদায় সংবর্ধনা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম। বিদ্যালয়ের সভাপতি মারুফ হোসেন খোকনের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক রেজাউল হক, শংকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল এবং অভিভাবক সদস্য শফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক তাপস কুমার রায় ও স্বপন কুমার বিশ্বাস।