gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
চট্টগ্রামে পুলিশ-হকার ব্যাপক সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
প্রকাশ : সোমবার, ১২ ফেব্রুয়ারি , ২০২৪, ০৮:৫১:০০ পিএম , আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর , ২০২৪, ১১:২৫:৪৮ এএম
কাগজ ডেস্ক:
GK_2024-02-12_65ca330a29a5a.png

চট্টগ্রামে পুলিশ ও হকারদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে নগরীর নিউ মার্কেট, রেলস্টেশন এলাকায় যানবাহন চলাচল কমে গেছে। পুলিশের শতাধিক সদস্য ঘটনাস্থলে অবস্থান করছে। বর্তমানে পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় অবৈধ দখলদার হকার উচ্ছেদের অভিযানে নামে চট্টগ্রাম সিটি করপোরেশন। এসময় তাদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়া ও লাঠিচার্জে কয়েকজন হকার আহত হয়েছেন। পাশাপাশি পুলিশ সদস্য ও সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মকর্তাও আহত হয়েছেন।
জানা গেছে, উচ্ছেদ অভিযান তদারকিতে গেলে সিটি কর্পোরেশনের টিমকে বাধা দেন হকাররা। এসময় পুলিশ এগিয়ে গেলে তাদের লক্ষ্য করেও হকাররা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এরপর পুলিশ হকারদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তবে হকারদের দাবি, পুলিশ তাদের ওপর গুলি চালিয়েছে। একজন হকার গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেন তারা।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, হকারদের সাথে এ সংঘর্ষে তাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব আবুল হাশেম বলেন, এদিন বিকেলে শহরে অবৈধ দখলদার হকারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ করা স্থানে যাতে আবারও হকাররা বসতে না পারে সেটি তদারকি করতে আসায় তারা হামলা চালিয়েছে। এতে পুলিশসহ আমাদের কয়েকজন আহত হয়েছেন। আমাদের কাছে হামলার ফুটেজ আছে। আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝