gramerkagoj
শনিবার ● ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম সারা দেশে পাঁচ দিন টানা বৃষ্টি, তারপর কমবে প্রবণতা শালিখায় শাবলের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশজুড়ে হত্যাকাণ্ড ও মব সন্ত্রাসের প্রতিবাদে যশোরে মানববন্ধন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়লো ইতালি মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী হত্যাকাণ্ড: টিটন গাজীসহ মোট ৫ জন গ্রেপ্তার যশোর গরীব শাহ মাজারের সামনে কাল ভাটের ওপর দেবে যায় ট্রাক, যান চলাচল ব্যাহত বিক্ষোভে ফুঁসছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঈমা ওয়াজেদ পুতুলকে ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজাকে শিশুদের কবরস্থান ও অনাহারের উপত্যকায় পরিণত করেছে ইসরায়েল
আফ্রিকার শ্রেষ্ঠত্বের মুকুট আইভরিকোস্টের
প্রকাশ : সোমবার, ১২ ফেব্রুয়ারি , ২০২৪, ০৭:৩৩:০০ পিএম , আপডেট : শনিবার, ৫ জুলাই , ২০২৫, ১০:২৮:১৩ এএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-02-12_65ca1e819d4bb.jpg

শক্তিশালী নাইজেরিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো আফ্রিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জয় করেছে আইভরিকোস্ট। রোববার রাতে আলাসেন কোতারা স্টেডিয়ামে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে আফ্রিকান নেশনস কাপের শিরোপা জিতে নিয়েছে আয়োজক দল।
প্রথমে এগিয়ে গিয়েছিল নাইজেরিয়া। কর্নার থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেড গোল করে দলকে লিড এনে দেন নাইজেরিয়ান অধিনায়ক উইলিয়াম টোস্ট একং। এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ম্যাচে দারুণভাবে ফিরে আসে আইভরিকোস্ট। ম্যাচের ৬২ ও ৮১ মিনিটে গোল করে স্বাগতিকরা।
আইভরি কোস্টের হয়ে গোল করে ব্যবধান ১-১ করেন ফ্রাঙ্ক কেসি। তার গোলটিও এসেছে হেড থেকেই। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্যানসার জয় করা ফুটবলার হালার। গোড়ালির ইনজুরির কারণে প্রথম দিকের ম্যাচগুলো মিস করা বরুসিয়া ডর্টমান্ডের তারকা হালারের গোলেই অবশেষে শিরোপা জিতে আইভরি কোস্ট।
নাইজেরিয়াও আফ্রিকান নেশনস কাপের শিরোপা জিতেছে মোট তিনবার। এই আসরে সবচেয়ে সফল দল হলো মিশর। তারা মোট সাতবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। এছাড়া ক্যামেরুন পাঁচ বার ও ঘানা শিরোপা জিতেছে দুই বার।
আসরের ফাইনালে ম্যাচে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফেন্তিনো এবং আইভরি কোস্টের কিংবদন্তি দিদিয়ের ড্রগবা।

আরও খবর

🔝