gramerkagoj
শনিবার ● ২৭ জুলাই ২০২৪ ১১ শ্রাবণ ১৪৩১
gramerkagoj
বিশ্ব রেকর্ডধারী অ্যাথলেটের মৃত্যু
প্রকাশ : সোমবার, ১২ ফেব্রুয়ারি , ২০২৪, ০৭:৩২:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৬ জুলাই , ২০২৪, ০৪:৪৯:৫৪ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-02-12_65ca1e40ed1df.jpg

গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন অ্যাথলেট ইভেন্টে ম্যারাথনের বিশ্বরেকর্ডধারী তারকা কেলভিন কিপটাম। কেনিয়ায় নিজ গ্রামের নিকটবর্তী স্থানেই সড়কে ঝরে পড়ে ২৪ বছর বয়সী তারকার তাজা প্রাণ। গত রোববার তার মৃৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কানাডার স্থানীয় পুলিশ।
কিপটাম শুধু একাই নন, গাড়িতে থাকে তার কোচ গার্ভেইস হাকিজিমানাও মারা যান এই মর্মান্তিক দুর্ঘটনায়। মৃত্যুকালে কোচের বয়স ছিল ৩৭ বছর।
গত বছরের অক্টোবরে প্রথম আলোচনায় আসেন কিপটাম। সে আসরে শিকাগো ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ৪২ কিলোমিটারের পথ দুই ঘণ্টা ৩৫ সেকেন্ডে শেষ করে বিশ্বরেকর্ড করেন। এর আগে দুই ঘণ্টা এক মিনিটে এই পথ পাড়ি দিয়ে রেকর্ড করেছিলেন তারই স্বদেশি এলিউড কিপচোগ। অথচ এক বছর আগেও ম্যারাথনের কোনো প্রতিযোগিতায় অংশ নেননি কিপটাম। এ বছরের প্যারিস অলিম্পিকেও অংশ নেওয়ার কথা ছিল তার।
এ বিষয়ে ওয়েস্টার্ন কেনিয়ার এলগেয়ো মারাকেট কাউন্টির পুলিশ কমান্ডার পিটার মুলিঙ্গে বলেন, গাড়িতে তিনজন ছিলেন। মারা গেছেন কিপটাম ও তার কোচ। বাকি একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিপটাম ছিলেন চালকের আসনে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। একজন নারী যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও খবর

🔝