gramerkagoj
শনিবার ● ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
gramerkagoj

❒ দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগ

ক্লেমন ও আর্ডেন্সির জয়
প্রকাশ : সোমবার, ১২ ফেব্রুয়ারি , ২০২৪, ০৭:৩০:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৬ জুলাই , ২০২৪, ০৪:৪৯:৫৪ পিএম
ক্রীড়া সংবাদ:
GK_2024-02-12_65ca1dfc7feb3.png

যশোরে অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগে সোমবার জয় পেয়েছে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট ও আর্ডেন্সি স্পোর্টিং ক্লাব। শামস্-উল হুদা স্টেডিয়ামে তাদের কাছে পরাজিত হয়েছে দেশ ক্রিকেট একাডেমি ও কপোতাক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ।
‘ক’ গ্রুপে আর্ডেন্সি তিন ম্যাচে অংশ নিয়ে দু’টিতে জয় ও একটিতে পরাজিত হয়ে সংগ্রহ করেছে চার পয়েন্ট। কপোতাক্ষ সমসংখ্যক ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে হেরেছে দু’টি ম্যাচে। এই গ্রুপে কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছে উষা স্পোর্টিং ক্লাব। তারা দু’টি ম্যাচে অংশ নিয়ে দু’টিতেই জয় পেয়ে সংগ্রহ করেছে চার পয়েন্ট।
‘গ’ গ্রুপে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট দু’টি ম্যাচে অংশ নিয়ে দু’টিতেই জয় পেয়ে সংগ্রহ করেছে চার পয়েন্ট। দেশ ক্রিকেট একাডেমি সমসংখ্যক ম্যাচে অংশ নিয়ে হেরেছে সব ক’টি ম্যাচেই। এই গ্রুপে রিপন অটো দু’টি ম্যাচে অংশ নিয়ে সংগ্রহ করেছে চার পয়েন্ট।
সকালে টস জিতে ব্যাট করতে নেমে দেশ ক্রিকেট নির্ধারিত ২৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৩৯ রান করে। জবাবে ক্লেমন আছিয়া ২৩ ওভার এক বলে সাত উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।
দেশ ক্রিকেটের ব্যাটিং ইনিংসে সোয়াইব ৪৩ বলে একটি চারে ১৪, রবিউল ইসলাম ২২ বলে দু’টি চারে ২১, আরিফুল ইসলাম ২৬ বলে দু’টি চারে ২৪, আশরাফি মাহমুদ ২৪ বলে তিনটি চার ও একটি ছয়ে অপরাজিত ৩১ ও জিহাদুল ইসলাম পাঁচ বলে দু’টি চার ও একটি ছয়ে অপরাজিত ১৪ রান করেন।
বল হাতে ক্লেমন আছিয়ার আশিকুর রহমান ১৯ রানে তিনটি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন জায়েদ ইবনে সাবিদ, সাদমান ইসলাম ও সাকিবুল আলম।
ক্লেমনের ব্যাটিং ইনিংসে জিহান ওয়াহেদ রূপেস ৩১ বলে দু’টি চারে ১৯, আশিকুর রহমান ২১ বলে দু’টি চার ও ছয়ে ২৪, রোহিত দেবনাথ ১৭ বলে চারটি চারে ১৭ ও মাহাদী আবির আপন করেন ১০ রান।
বল হাতে দেশ ক্রিকেটের সোয়াইব ৩০ রানে তিনটি, কাজী রাকিব ১৯ রানে দু’টি এবং একটি উইকেট নিয়েছেন আশরাফি মাহমুদ।
একইস্থানে দুপুরে দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে আর্ডেন্সি স্পোর্টিং ক্লাব। তারা নির্ধারিত ২৫ ওভারে তিন উইকেট হারিয়ে ২৪৩ রানের বড় দলীয় স্কোর গড়ে। জবাবে ব্যাট করতে নেমে কপোতাক্ষ ক্রীড়া ও সাংস্কৃতি সংসদ ২১ ওভার দুই বলে করে ১৫৭ রান। আর্ডেন্সির জয় পায় ৮৬ রানে।
আর্ডেন্সির ব্যাটিং ইনিংসে শহিদুল ইসলাম ৩৬ বলে চারটি চারে ৩৫, নুর হোসেন ৫৩ বলে ১১টি চার ও একটি ছয়ে ৬৭ ও আকিব জাবেদ ৫৬ বলে ১৩টি চার ও পাঁচটি ছয়ে অপরাজিত ১০০ রান করেন।
কপোতাক্ষের রাসেল হোসাইন ২১ রানে দু’টি ও জ্যোতি সিকদার নিয়েছেন একটি উইকেট।
কপোতাক্ষের ব্যাটিং ইনিংসে জাহিদ হাসান ৩৬ বলে ছয়টি চার ও তিনটি ছয়ে ৫৯, সাইফ আহমেদ ১১, আশরাফুল কবির ২১ বলে তিনটি চারে ১৮ ও জ্যোতি শিকদার ১০ বলে চারটি চার ও একটি ছয়ে করেন ২৯ রান।
বল হাতে আর্ডেন্সির মাহিন ইসলাম ২৮ রানে চারটি, নুর হোসাইন ২১ বলে তিনটি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন কমর উদ্দিন, শহিদুল ইসলাম ও রিফাত হোসেন।

আরও খবর

🔝