gramerkagoj
সোমবার ● ৭ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম জ্বালানী তেল পরিবেশক সমিতি যশোরের সাধারণ সভা ও কমিটি গঠন যশোরে পবিত্র আশুরা স্মরণে শহরে শোক র‌্যালী ও আলোচনা অনুষ্টিত মহেশপুরে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, আটক ৪ শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক যশোরে কৃষকদল নেতা তরিকুল হত্যায় আরও দুইজন আটক বাঘারপাড়ার বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা জুলফিকার আলীর মৃত্যু অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু পাইকগাছার ভরত চন্দ্র হাসপাতাল রক্ষায় মানববন্ধন মোরেলগঞ্জে নিখোঁজের একদিন পর সোনা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার যশোরে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই আটক মব সহিংসতায় জড়িতদের ছাড় নয়

❒ দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগ

ক্লেমন ও আর্ডেন্সির জয়
প্রকাশ : সোমবার, ১২ ফেব্রুয়ারি , ২০২৪, ০৭:৩০:০০ পিএম , আপডেট : শনিবার, ৫ জুলাই , ২০২৫, ১০:২৮:১৩ এএম
ক্রীড়া সংবাদ:
GK_2024-02-12_65ca1dfc7feb3.png

যশোরে অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগে সোমবার জয় পেয়েছে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট ও আর্ডেন্সি স্পোর্টিং ক্লাব। শামস্-উল হুদা স্টেডিয়ামে তাদের কাছে পরাজিত হয়েছে দেশ ক্রিকেট একাডেমি ও কপোতাক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ।
‘ক’ গ্রুপে আর্ডেন্সি তিন ম্যাচে অংশ নিয়ে দু’টিতে জয় ও একটিতে পরাজিত হয়ে সংগ্রহ করেছে চার পয়েন্ট। কপোতাক্ষ সমসংখ্যক ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে হেরেছে দু’টি ম্যাচে। এই গ্রুপে কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছে উষা স্পোর্টিং ক্লাব। তারা দু’টি ম্যাচে অংশ নিয়ে দু’টিতেই জয় পেয়ে সংগ্রহ করেছে চার পয়েন্ট।
‘গ’ গ্রুপে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট দু’টি ম্যাচে অংশ নিয়ে দু’টিতেই জয় পেয়ে সংগ্রহ করেছে চার পয়েন্ট। দেশ ক্রিকেট একাডেমি সমসংখ্যক ম্যাচে অংশ নিয়ে হেরেছে সব ক’টি ম্যাচেই। এই গ্রুপে রিপন অটো দু’টি ম্যাচে অংশ নিয়ে সংগ্রহ করেছে চার পয়েন্ট।
সকালে টস জিতে ব্যাট করতে নেমে দেশ ক্রিকেট নির্ধারিত ২৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৩৯ রান করে। জবাবে ক্লেমন আছিয়া ২৩ ওভার এক বলে সাত উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।
দেশ ক্রিকেটের ব্যাটিং ইনিংসে সোয়াইব ৪৩ বলে একটি চারে ১৪, রবিউল ইসলাম ২২ বলে দু’টি চারে ২১, আরিফুল ইসলাম ২৬ বলে দু’টি চারে ২৪, আশরাফি মাহমুদ ২৪ বলে তিনটি চার ও একটি ছয়ে অপরাজিত ৩১ ও জিহাদুল ইসলাম পাঁচ বলে দু’টি চার ও একটি ছয়ে অপরাজিত ১৪ রান করেন।
বল হাতে ক্লেমন আছিয়ার আশিকুর রহমান ১৯ রানে তিনটি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন জায়েদ ইবনে সাবিদ, সাদমান ইসলাম ও সাকিবুল আলম।
ক্লেমনের ব্যাটিং ইনিংসে জিহান ওয়াহেদ রূপেস ৩১ বলে দু’টি চারে ১৯, আশিকুর রহমান ২১ বলে দু’টি চার ও ছয়ে ২৪, রোহিত দেবনাথ ১৭ বলে চারটি চারে ১৭ ও মাহাদী আবির আপন করেন ১০ রান।
বল হাতে দেশ ক্রিকেটের সোয়াইব ৩০ রানে তিনটি, কাজী রাকিব ১৯ রানে দু’টি এবং একটি উইকেট নিয়েছেন আশরাফি মাহমুদ।
একইস্থানে দুপুরে দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে আর্ডেন্সি স্পোর্টিং ক্লাব। তারা নির্ধারিত ২৫ ওভারে তিন উইকেট হারিয়ে ২৪৩ রানের বড় দলীয় স্কোর গড়ে। জবাবে ব্যাট করতে নেমে কপোতাক্ষ ক্রীড়া ও সাংস্কৃতি সংসদ ২১ ওভার দুই বলে করে ১৫৭ রান। আর্ডেন্সির জয় পায় ৮৬ রানে।
আর্ডেন্সির ব্যাটিং ইনিংসে শহিদুল ইসলাম ৩৬ বলে চারটি চারে ৩৫, নুর হোসেন ৫৩ বলে ১১টি চার ও একটি ছয়ে ৬৭ ও আকিব জাবেদ ৫৬ বলে ১৩টি চার ও পাঁচটি ছয়ে অপরাজিত ১০০ রান করেন।
কপোতাক্ষের রাসেল হোসাইন ২১ রানে দু’টি ও জ্যোতি সিকদার নিয়েছেন একটি উইকেট।
কপোতাক্ষের ব্যাটিং ইনিংসে জাহিদ হাসান ৩৬ বলে ছয়টি চার ও তিনটি ছয়ে ৫৯, সাইফ আহমেদ ১১, আশরাফুল কবির ২১ বলে তিনটি চারে ১৮ ও জ্যোতি শিকদার ১০ বলে চারটি চার ও একটি ছয়ে করেন ২৯ রান।
বল হাতে আর্ডেন্সির মাহিন ইসলাম ২৮ রানে চারটি, নুর হোসাইন ২১ বলে তিনটি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন কমর উদ্দিন, শহিদুল ইসলাম ও রিফাত হোসেন।

আরও খবর

🔝