gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সংসদে ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালের দাবি জানালেন এমপি ইয়াকুব আলী
প্রকাশ : রবিবার, ১১ ফেব্রুয়ারি , ২০২৪, ০৯:৫৫:০০ পিএম , আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:০৬:২৯ পিএম
তাজাম্মূল হুসাইন, মণিরামপুর পৌর:
GK_2024-02-11_65c8eea077595.JPG

যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী জাতীয় সংসদ অধিবেশনে তৃতীয়বারের বক্তৃতায় বলেছেন, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। হাসপাতালটি গত ১২ বছর পূর্বের ৩০ শয্যা দিয়ে চলছিল। বর্তমানে সেটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও বহুবিধ সমস্যায় জর্জরিত।
তিনি বলেন, ১৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ছয় লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার জন্য একটিমাত্র সরকারি হাসপতাল এটি। কিন্তু দুঃখের বিষয় হাসপাতালটিতে একটিমাত্র অ্যাম্বুলেন্স রয়েছে। যা দিয়ে রোগী বহন করা খুবই দরূহ ব্যাপার।
রোববার রাতে সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এমপি এসএম ইয়াকুব আলী আরও বলেন, ১৯৬৪ সাল থেকে মণিরামপুর হাসপাতালটিতে জরাজীর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা। হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হলেও ডাক্তার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, পরিছন্নতা কর্মী ও ওয়ার্ডবয় পূর্বের ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জনবলেই আটকে রয়েছে। জনবসতির তুলনায় হাসপাতালের রোগীদের বেডের সংকুলান মেটাতে এটি একশ’ শয্যায় উন্নীত ও আরও একটি অ্যাম্বুলেন্স এবং জনবল বাড়ানো খুবই প্রয়োজন।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝