gramerkagoj
রবিবার ● ১৩ অক্টোবর ২০২৪ ২৮ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কাউন্সিলর রিপনের কর্মচারী ওহিকে পিটিয়ে ১৮ হাজার টাকা ছিনতাই
প্রকাশ : রবিবার, ১১ ফেব্রুয়ারি , ২০২৪, ০৯:৪৭:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-02-11_65c8ecc0b80d7.jpg

যশোরে ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান রিপনের কর্মচারী অহিদুল ইসলামকে পিটিয়ে ১৮ হাজার টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। তিনি বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার আফজাল হোসেনের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই থানায় অভিযোগ করেছেন। আহত ওহিদুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১০ ফেব্রুয়ারি গভীর রাতে এ ঘটনায় ঘটে।
ওই দিন রাতে কাউন্সিলর সাইদুর রহমান রিপনের অফিসের ডিউটির কাজ শেষ করে বাসায় ফিরছিলেন ওহিদ। ফেরার পথে রাত ১২ টার দিকে নদীর কূল মসজিদের কাছে পৌঁছালে একই এলাকার সন্ত্রাসী সাহারাজ রাকিব মনিরুলসহ ৪/৫ জন ছিনতাইকারীর দল তাকে ধরে পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। এসময় তার কাছ থেকে তার বেতনের ১৮ হাজার টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নেয়। আহত অহিদুল ইসলামকে ওই দিনই মধ্যরাতে এলাকাবাসী ও তার স্বজনরা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে এক নাম্বার ওয়ার্ডের কমিশনার সাইদুর রহমান রিপন জানিয়েছেন, আহত অহিদুলকে ছিনতাইকারীরা ব্যাপকভাবে প্রহার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় আহত ওহিদুলের ভাই মাহিদুল ইসলাম যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগটি যশোর সদর পুলিশ ফাঁড়ি পুলিশ তদন্ত করছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝