gramerkagoj
সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি মামলার চার্জশিট
প্রকাশ : রবিবার, ১১ ফেব্রুয়ারি , ২০২৪, ০৯:৩৬:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-02-11_65c8e9c5dc7ad.jpg

যশোরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির মামলায় শেখ মোজাম্মেল হোসেন রাতুলকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই আনছারুল হক। রাতুল যশোর শহরের ষষ্টিতলার বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, শহরের এমকে রোডের সন্ধানী সুপার মার্কেটের নিচতলার কোকো মোবাইল সপের মালিক শেখ মহব্বত আলী টুটুল চলতি বছরের ১০ আগস্ট প্রতারণার অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা করেছিলেন। তার কাছে সাংবাদিক পরিচয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন রাতুল। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় রাতুল তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকা ও নিউজ পোর্টালে রিপোর্ট করে দেবেন বলে ভয় দেখান। একপর্যায়ে রাতুলের কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় যশোরের সিনিয়র সাংবাদিকদের সাথে যোগাযোগ করে আশেপাশের ব্যবসায়ীদের সহযোগিতায় রাতুলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
মামলার তদন্ত শেষে আটক আসামির দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাতুলকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত রাতুলকে আটক দেখানো হয়েছে।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝