gramerkagoj
রবিবার ● ১৩ অক্টোবর ২০২৪ ২৮ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত
প্রকাশ : রবিবার, ১১ ফেব্রুয়ারি , ২০২৪, ০৩:৫০:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-02-11_65c89596bf87e.jpg

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের চাঁদপুরের হাফিজ আহমেদ এঞ্জেল ও সাথী আহমেদ দম্পতি নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নিউইয়র্ক সিটি থেকে বিংহামটন শহরে যাওয়ার পথে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন। রোববার (১১ ফেব্রুয়ারি) তাদের দাফন সম্পন্ন হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন নিহতদের স্বজন চাঁদপুরের ব্যবসায়ী হুমায়ুন কবির।
তিনি জানান, ঘটনার রাতে এঞ্জেল-সাথী দম্পতির ১১ বছরের মেয়ে রাইদাকে সঙ্গে নিয়ে গাড়িযোগে বের হন। এ সময় পেছন থেকে বেপরোয়া গতির আরেকটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে শিশু রাইদা বেঁচে গেলেও ঘটনাস্থলে প্রাণ হারান এঞ্জেল (৫৫) ও তার সহধর্মিণী সাথী (৩৫)। দুর্ঘটনায় মারাত্মক আহত রাইদা বর্তমানে হাসপাতালে লাইফ সাপোর্টে আছে। ইসাম নামে তাদের ১৮ বছরের একটি ছেলে রয়েছে।
হুমায়ুন কবির আরও জানান, নিউইয়র্ক পুলিশ বাহিনীতে মালামাল সরবরাহ কাজের ঠিকাদার ছিলেন হাফিজ আহমেদ এঞ্জেল। তার বড় ছেলে সেখানে পুলিশ কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা গেছে, এঞ্জেলের বাবা শামছুল হক মুন্সি ১৯৯১ সালে ডিভি লটারি পেয়ে আমেরিকা যান। পরে ১৯৯৬ সালে পরিবারের সদস্যদের সবাইকে সেখানে নিয়ে যান তিনি। চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাচনমেঘ গ্রামের তাদের পৈতৃক বাড়ি। তবে বাংলাদেশ সময় রোববার সকালে আমেরিকার নিউইয়র্কে এঞ্জেল-সাথী দম্পতিকে দাফন কাজ সম্পন্ন করা হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝