gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সীমান্তে আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে
প্রকাশ : রবিবার, ১১ ফেব্রুয়ারি , ২০২৪, ০২:২৬:০০ পিএম
কক্সবাজার সংবাদদাতা:
GK_2024-02-11_65c881881d334.jpg

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং সীমান্তে আজ রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে আবারও গুলির শব্দ শোনা যাচ্ছে। সীমান্তের ওপারে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই হচ্ছে। তবে গতকাল শনিবার সারাদিন টেকনাফ সীমান্তের ওপারে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি।
উনছিপ্রাং সীমান্তের স্থানীয়রা জানান, আরাকান আর্মি ও অন্যান্য বিদ্রোহীরা টেকনাফ অংশে মিয়ানমারের শহর বলিবাজার ও কুমিরখালী ঘাঁটি দখল নিতে এই হামলা চালাচ্ছে। কুমিরখালী ঘাঁট বড় হাওয়ায় বিদ্রোহীরা সহজে দখল নিতে পারছে না বলেও জানান তারা।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি বলেন, রোববার সকাল থেকে লম্বাবিল, উনচিপ্রাং, কানজর পাড়া সীমান্তের নাফ নদীর ওপারে গুলি ও মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। সীমান্তের এপারে লম্বাবিল ও উনচিপ্রাং এলাকায় কয়েকটি গুলি এসে পড়েছে বলেও জানান তিনি। এ ঘটনার পর সীমান্তের কাছাকাছি যারা বসবাস করে তাদেরকে নিরাপদস্থানে আসার জন্য বলা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝