gramerkagoj
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫ ১৫ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম যশোরে সিমের মালিকানা পরিবর্তনের নামে ‘গলাকাটার’ অভিযোগ, ভোগান্তি চরমে গাইদগাছিতে এক বাড়িতে দুই দফা হামলা, ছিনতাই, মারপিট সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোরেলগঞ্জে বিএনপি’র দোয়া অনুষ্ঠিত যুবলীগের ব্যানার উদ্ধারের ঘটনায় বিপুল, হাজী সুমন, শাহারুলসহ ১০ জনের বিরুদ্ধে মামলা তিনটি দলের চূড়ান্ত পর্যায়ে খেলা নিশ্চিত হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ তদন্ত প্রতিবেদন না পেয়ে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলা অপরিহার্য নবাবগঞ্জ অবৈধভাবে বালু উত্তলনের সরঞ্জাম আটক নির্বাচনের আগে গণভোট সম্ভব নয়, এটি অবৈধ ও অযৌক্তিক
টেকসই অবকাঠামো উন্নয়নে গবেষণায় জোর দিতে হবে
প্রকাশ : শনিবার, ১০ ফেব্রুয়ারি , ২০২৪, ০৩:০৯:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর , ২০২৫, ০১:১৯:২৪ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-02-10_65c7303313bb1.jpg

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, টেকসই অবকাঠামো উন্নয়নে গবেষণায় আরও জোর দিতে হবে। স্থিতিস্থাপকতা তৈরি ও স্থায়িত্ব নিশ্চিত করতে আমাদের উদ্ভাবন অত্যন্ত প্রয়োজন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) সেন্টার ফর স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, আমাদের অবকাঠামো উন্নয়ন, জলবায়ু-স্থিতিস্থাপক অবকাঠামো নকশা এবং টেকসই অবকাঠামো ব্যবস্থাপনার জন্য স্মার্ট উপকরণ এবং প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে গবেষণায় জোর দিতে হবে।
তিনি বলেন, অবকাঠামো খাতে কর্মরত পেশাজীবীদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি সেন্টারের প্রতিষ্ঠা বাংলাদেশে টেকসই অবকাঠামো সমাধানে গবেষণা ও উন্নয়নের অগ্রগতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মন্ত্রী সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে টেকসই অবকাঠামো উন্নয়নে গবেষণায় আরও জোর দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, সরকার এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের এলজিডি সচিব মুহাম্মদ ইব্রাহিম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান, প্রফেসর ড. আফজাল আহমেদ। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি, একাডেমিয়া, শিল্প এবং সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও খবর

🔝