gramerkagoj
শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫ ৬ অগ্রহায়ণ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম যশোরের চয়ন হত্যা মামলার আসামি হৃয়য়ের আত্মসমর্পণ আইনজীবী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাধারণ সম্পাদক প্রার্থী মনিরুল ইসলাম যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত ঝিকরগাছায় বাঁওড়ের চোরাই মাছসহ নৌকা ও জাল জব্দ মুশফিক-লিটনের শতকের পর বোলারদের দাপট কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেল বিরল প্রজাতির হনুমানটি উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতিতে চ্যাম্পিয়ন সদর উপজেলা মোরেলগঞ্জে নদীতে জাটকা সংরক্ষন অভিযানে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ভষিভূত দেবে গেছে বাঘারপাড়া-খাজুরা-কালিগঞ্জ সড়ক, ঝুঁকি চরমে গোগায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক
টেকসই অবকাঠামো উন্নয়নে গবেষণায় জোর দিতে হবে
প্রকাশ : শনিবার, ১০ ফেব্রুয়ারি , ২০২৪, ০৩:০৯:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর , ২০২৫, ০৩:১১:০৪ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-02-10_65c7303313bb1.jpg

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, টেকসই অবকাঠামো উন্নয়নে গবেষণায় আরও জোর দিতে হবে। স্থিতিস্থাপকতা তৈরি ও স্থায়িত্ব নিশ্চিত করতে আমাদের উদ্ভাবন অত্যন্ত প্রয়োজন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) সেন্টার ফর স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, আমাদের অবকাঠামো উন্নয়ন, জলবায়ু-স্থিতিস্থাপক অবকাঠামো নকশা এবং টেকসই অবকাঠামো ব্যবস্থাপনার জন্য স্মার্ট উপকরণ এবং প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে গবেষণায় জোর দিতে হবে।
তিনি বলেন, অবকাঠামো খাতে কর্মরত পেশাজীবীদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি সেন্টারের প্রতিষ্ঠা বাংলাদেশে টেকসই অবকাঠামো সমাধানে গবেষণা ও উন্নয়নের অগ্রগতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মন্ত্রী সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে টেকসই অবকাঠামো উন্নয়নে গবেষণায় আরও জোর দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, সরকার এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের এলজিডি সচিব মুহাম্মদ ইব্রাহিম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান, প্রফেসর ড. আফজাল আহমেদ। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি, একাডেমিয়া, শিল্প এবং সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও খবর

🔝