gramerkagoj
রবিবার ● ১৩ অক্টোবর ২০২৪ ২৮ আশ্বিন ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ গ্রেপ্তার-১ দুই মাসের শিশু ঋত্বিকার জীবন বাঁচাতে বাবা-মায়ের আকুতি মোহনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইদহে ৩ কৃষকের ২ বিঘা জমির পান বরজ কেটে দিয়েছে দুর্বত্তরা বর্তমান সরকার ব্যর্থ হলে আন্দোলন ব্যর্থ হয়ে যাবে : গয়েশ্বর বিএনপি অফিস পোড়ানো মামলায় আ'লীগ নেতা গ্রেফতার খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত অভয়নগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, লাশ রেখে লাপাত্তা স্বামী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : প্রধান বিচারপতি হাতিয়ায় নৌবাহিনীর উপস্থিতিতে ৩৩টি পূজামন্ডপে প্রতিমা বিসর্জন সম্পন্ন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়কে অবরোধ
প্রকাশ : শনিবার, ১০ ফেব্রুয়ারি , ২০২৪, ০১:০৩:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-02-10_65c71f5225336.jpg

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ফ্রেম হাউস ফুটওয়্যার লিমিটেড নামে একটি জুতা কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই পৌরসভার থানা রোড এলাকায় ঢাকাগামী লেনে ওই কারখানার প্রায় দুই হাজার শ্রমিক এ অবরোধ করেন। এতে মহাসড়কে অন্তত ৩-৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
শিল্প পুলিশ এসে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের কারখানায় ফেরত পাঠায়।
শ্রমিকরা জানান, তাদের মাসিক বেতন ৭ হাজার ১০০ টাকা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে এই বেতনে তাদের স্বাভাবিক জীবন পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। শ্রমিকরা সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা বেতনের দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বললেও তারা দাবি মেনে নেননি। এরই জেরে শনিবার শ্রমিকরা কারখানা সংলগ্ন মহাসড়কে অবরোধ করেন।
সারোয়ার হোসেন নামে এক শ্রমিক বলেন, আমরা ৭ হাজার ১০০ টাকা করে বেতন পাই। মালিকদের কাছে বেতন বৃদ্ধির দাবি জানিয়েছি। তারা মানেননি। তাই আন্দোলন করছি।
মোহাম্মদ আলী নামে আরেক শ্রমিক বলেন, হেল্পারদের ১২ হাজার ৫০০ ও অপারেটরদের ১৫ হাজার ৫০০ টাকা বেতন দিতে হবে এবং ৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। এই দাবিতে আমরা কারখানার দুই হাজার শ্রমিক সড়কে নেমে আন্দোলন করছি।
সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম প্রোডাকশন) জামান বসুনিয়া বলেন, পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির গেজেট হলেও জুতা কারখানা শ্রমিকদের বিষয়ে গেজেট হয়নি। এরপরও শ্রমিকরা দাবি জানিয়েছেন। কর্তৃপক্ষ আগামী মাসেই বর্ধিত বেতন দেওয়ার কথা ভাবছে। বিষয়টি প্রক্রিয়াধীন।
শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন খান বলেন, পোশাক কারখানায় যে নূন্যতম বেতন দেওয়া হয়েছে। জুতা কারখানা শ্রমিকরা তা পাননি। একইভাবে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামে। মালিকপক্ষ বলছে, তাদের বিষয়ে তো গেজেট হয়নি। এ নিয়েই মূলত আন্দোলন। সকাল ৯টার দিকে তারা সড়ক অবরোধ করে। তবে প্রায় আধা ঘণ্টা আগে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল সচল হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝