শিরোনাম |
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের তিন বিঘা করিডোর থেকে শিশুসহ চার রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। পরে তাদের পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের তিনবিঘা করিডোর সীমান্তের মেইন পিলার ৮১২ থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় তাদের আটক করে বিজিবি সদস্যরা।
আটককৃত রোহিঙ্গারা টেকনাফ সেকমারকুল ২১ রিফিউজি রোহিঙ্গা ক্যাম্পের মৃত ইউনুস আলীর ছেলে মো. আব্দুল্লাহ (২৪), আব্দুল্লাহর স্ত্রী মোছা. শরিফা বেগম (১৯), একই ক্যাম্পের শামছুল হকের মেয়ে মোছা. আমেনা বেগম (১৫) এবং শিশু মোছা. রিনাস বিবি (২৭ মাস)।
পাটগ্রাম থানা পুলিশের ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, আটককৃত রোহিঙ্গাদের তথ্য যাচাই-বাছাই চলছে। সীমান্ত থেকে বিজিবি তাদের আটক করেছে। বর্তমানে আটককৃতরা থানা হেফাজতে রয়েছেন।