gramerkagoj
শুক্রবার ● ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম মৃত্যুর ৭ দিন পর মালয়েশিয়া থেকে শার্শার বাড়ি ফিরলো রনির নিথরদেহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও ১০ দিন বাংলাভাষী মানেই বাংলাদেশি নয়, বিজেপির বিরুদ্ধে মমতার প্রতিবাদ কাঁঠালিয়ায় পুকুরে রাসায়নিক সারের বিষক্রিয়ায় ১০ লাখ টাকার মাছ নিধন নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত অলিভিয়া স্মিথকে এক মিলিয়ন পাউন্ডে দলে নিচ্ছে নারী দল রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার আভাসে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি খুলনায় যুবদলের সাবেক সভাপতিকে গুলি ও রগ কেটে নির্মম হত্যা চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড লর্ডসে ইতিহাস গড়লেন জো রুট : এক দিনে একাধিক রেকর্ড
কানাডার কাছে বিনিয়োগ চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি , ২০২৪, ০৫:৩৫:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১১ জুলাই , ২০২৫, ০৬:০৫:৪৭ পিএম
অর্থকড়ি ডেস্ক:
GK_2024-02-08_65c4a470628ef.jpg

ভৌগলিক দিক দিয়ে বাংলাদেশ ভালো অবস্থানে আছে উল্লেখ করে কানাডার কাছে বিনিয়োগ আহ্বান করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশে আইএমএফ এর আবাসিক প্রতিনিধি জায়েজন্দু দে এবং বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকলসের সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
কানাডার হাইকমিশনারের সঙ্গে কি আলোচনা হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আলাপ হলো, অনেক সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রী বলেছেন ক্যানোলা অয়েল স্বাস্থ্যসম্মত, ওটার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা দেখব কি করা যায়। অনেক হাইট্যারিফ আছে, তবে সম্ভাবনা তো আছেই।
বিনিয়োগের বিষয়ে কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিনিয়োগ তো আমরা চাই। আগে যেগুলো ছিলো সেগুলো তো নাই, এখন আমরা নতুন করে রি-কাস্ট করছি। যেখানে ভালো সুবিধা পাওয়া যাবে সেখানে তো নিশ্চয়ই আমাদের আগ্রহ থাকবে, সেগুলো দেখব আমরা।
কানাডায় বাংলাদেশ থেকে শিক্ষার্থী নেওয়া বা স্কিল ডেভলপমেন্টের বিষয়ে কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাইগ্রেশন তো নিশ্চয়ই আছে। কানাডা তো এনকারেজও করে। সেখানে স্টুডেন্ট কমিউনিটি বাড়ছে। কাজেই সেটা আছে। কানাডার প্রধানমন্ত্রী তো আমাদের প্রধানমন্ত্রীকে মা বলে ডাকেন। তারা তো ফ্রেন্স কানাডিয়ান। ফরাসিদের তো ওই ট্রেডিশন আছে।

আরও খবর

🔝