gramerkagoj
শনিবার ● ১৯ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম সিঙ্গিয়া রেল স্টেশনের বেহাল দশা, সরকারী সম্পদ নষ্ট হলেও দেখার কেউ নেই পাশাপাশি দাফন করা হলো হামলায় নিহত পিতা-পুত্রকে আবারও গণতন্ত্র রুদ্ধ করার অপচেষ্টা চলছে: অমিত অতিবৃষ্টিতে বীজতলা নষ্ট, আমন চারা সংকটের শংকায় কৃষক কেশবপুরে জলাবদ্ধতায় বাধ্য হয়েই কাটা হচ্ছে অপরিপক্ক পাট জামায়াতের মহাসমাবেশ সফল করতে মোরেলগঞ্জে লঞ্চযোগে কর্মীদের ঢল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে বাবু সভাপতি ও রাজ্জাক সম্পাদক নির্বাচিত ঢাকায় জামায়াতের সমাবেশে অংশ নিতে রাজশাহীতে বিশেষ ট্রেন গাইবান্ধায় ইপিজেড স্থাপনের দাবিতে মানববন্ধন: সাঁকোয়া ব্রিজ এলাকায় বাস্তবায়নের আহ্বান আনোয়ারায় র‌্যাবের অভিযানে ৩ কোটি টাকার ইয়াবাসহ নারী আটক
এবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন বেলায়েত
প্রকাশ : রবিবার, ১৮ সেপ্টেম্বর , ২০২২, ০৩:০৬:২৬ পিএম
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো ::
1663492025.jpg
দেশের চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। তবে এখনো পর্যন্ত সফলতার দেখা পাননি। এবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তিনি।সোমবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশ নিতে এরই মধ্যে রাজশাহীতে এসেছেন বেলায়েত শেখ। এখানে কৃতকার্য হলে গণযোগাযোগ ও সাংবাদিকা বিভাগে পড়তে চান তিনি।এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছেন তিনি।এদিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহীতে এসেছেন বেলায়েত শেখ। তবে এবার প্রস্তুতি মোটামুটি আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন তিনি।বেলায়েত বলেন, ‘আমি সর্বাত্মক চেষ্টা করেছি কিন্তু কোথাও কৃতকার্য হতে পারেনি। ঢাবি, রাবি, জাবি ও চবিতে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম কোনোটিতেই ভর্তি হওয়ার সুযোগ হয়নি। এখন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শেষ ভর্তি পরীক্ষা দিতে এসেছি। সেখানে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেলে আলহামদুলিল্লাহ। আর যদি সেখানেও চান্স না হয় তাহলে বাংলাদেশের অন্য কোনো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো।’তিনি আরও বলেন, ‘আমি চেষ্টা করে যাচ্ছি, করে যাবো। আমি জানি না স্বপ্ন পূরণ হবে কি-না। তবে স্বপ্ন তো দেখতেই পারি।’১৯৮৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন বেলায়েত শেখ। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় তাকে। ২০১৭ সালে ৫০ বছর বয়সে ভর্তি হন নবম শ্রেণিতে।এ বছর বেলায়েত ঢাকা মহানগর কারিগরি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি-ভোকেশনাল) জিপিএ ৪.৫৮ নিয়ে পাস করেন। এর আগে ২০১৯ সালে বাসাবোর দারুল ইসলাম আলিম মাদরাসা থেকে জিপিএ ৪.৪৩ পেয়ে মাধ্যমিক সমমান দাখিল (ভোকেশনাল) পাস করেন বেলায়েত।

আরও খবর

🔝