gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বাঘারপাড়ায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : সোমবার, ১২ সেপ্টেম্বর , ২০২২, ০৯:০৪:৫৯ পিএম
কাগজ সংবাদ:
1662995132.jpg
বাঘারপাড়ার রাজাপুর গ্রামের গৃহবধূ হাবিবা খাতুনকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার মৃত হাবিবার চাচা নলডাঙ্গা গ্রামের মহাসিন আলী বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অবন্তিকা রায় অভিযোগটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, রাজাপুর গ্রামের সুরত আলীর ছেলে মৃতের স্বামী জনি হোসেন,তার মা ফাতেমা বেগম ও বোন ছুটু বিবি।মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি উপজেলার জহুরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আসামি জনি হোসেনের সাথে পারিবারিকভাবে হাবিবার বিয়ে হয়। বিয়ের পর জনি মালয়েশিয়ায় যাওয়ার সময় শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে দু’লাখ টাকা নেন। হাবিবা তার শিশু মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি বসবাস করতেন। এরমধ্যে করোনায় জানি মালয়েশিয়ায় কর্মহীন হয়ে পড়েন। তখন হাবিবার কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করে নির্যাতন করতে থাকে শ্বশুর বাড়ির লোকজন। চলতি বছরের ২৮ আগস্ট জনি দেশে ফিরে তিন লাখ টাকা যৌতুকের দাবিতে হাবিবাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। হাবিবা যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় আসামিরা তাকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে বলে। হাবিবা শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে গত ১ সেপ্টেম্বর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। যৌতুকের টাকা দিতে ব্যর্থ হাবিবা আসামিদের প্ররোচনায় আত্মহত্যা করেছেন বলে তিনি আদালতে এ মামলা করেছেন। 

আরও খবর

🔝