gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ডুমুরিয়ায় এক ট্রাক-চালকের ২১ দিনের কারাদন্ড

❒ ভ্রাম্যমণ আদালত

প্রকাশ : সোমবার, ৫ সেপ্টেম্বর , ২০২২, ০৮:১০:১৮ পিএম
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
1662387205.jpg
ডুমুরিয়ায় বেপরোয়া গতি ও ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালানোর অপরাধে ট্রাক-চালক ইব্রাহীম মোড়লকে ২১ দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে খুলনা-সাতক্ষীরা সড়কের মেছাঘোনা বাবুখান মোড় নামক স্থানে এ আদালত পরিচালিত হয়।আদালত সুত্রে জানা গেছে, উপজেলার শোভনা ইউনিয়নের মলমলিয়া গ্রামের মজিদ মোড়লের ছেলে ইব্রাহীম মোড়লের (২২) বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। সে পেশায় একজন ট্রাক-চালক। সোমবার দুপুরে সে বেপরোয়া গতিতে খুলনা-সাতক্ষীরা সড়কের ওপর গাড়ি চালাচ্ছিলো। এ সময় মেছাঘোনা বাবুখান মোড়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শরীফ আসিফ রহমান সড়ক ও পরিবহন নিয়ন্ত্রণ আইনে অভিযান পরিচালনা করছিলেন। তখন বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ইব্রাহীম মোড়লের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারামতে অভিযুক্ত ইব্রাহীম মোড়লকে ২১ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন ডুমুরিয়া থানা এসআই শাহীন ও বে -সহকারি আবুজার হুসাইন।  

আরও খবর

🔝