gramerkagoj
বুধবার ● ৬ নভেম্বর ২০২৪ ২২ কার্তিক ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ফকিরহাটে ট্রাক চাপায় মটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ : বুধবার, ৬ জুলাই , ২০২২, ০৩:৩৩:১২ পিএম
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
1657100017.jpg
বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের পালেরহাট নামক স্থানে গ্যাস বোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু আহাদ শেখ (২৫) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি গ্যাস বোঝাই ট্রাক মোল্লাহাটের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে আহাদ শেখ ঘটনাস্থলেই নিহত হন।খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।জানা গেছে, নিহত আহাদ শেখ রামপালের ফয়লা এলাকার শওকত শেখের ছেলে। মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝